ফিচার

কাশ্মীরের নতুন আকর্ষণ ডাল লেকে ভাসমান ওপেন এয়ার থিয়েটার

টিম সিলি পয়েন্ট Nov 5, 2021 at 7:21 pm ফিচার

পুরাণের গল্পকথা অনুযায়ী রাবণের চিতা যেমন কোনওদিন নেভে না, তেমন বাস্তবে কাশ্মীরের ক্ষত কোনওদিন শুকোয় না। তবু তারই মাঝে শিল্প ও শিল্পচর্চাকে টিকিয়ে রাখার মরিয়া এক প্রয়াস বাস্তবায়িত হল সম্প্রতি। ডাল হ্রদের বুকে উদ্বোধন হল ভাসমান থিয়েটার হলের। হ্রদের বুকে নৌকাবিহার করতে করতে এবার থেকে বিরাট পর্দায় সিনেমা দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। এমন উদ্যোগ ভারতে তো বটেই, সমগ্র এশিয়াতেও এই প্রথম।

গত ২৯ অক্টোবর এই থিয়েটার উদ্বোধন করেন জম্মু-কাশ্মীরের চিফ সেক্রেতারি অরুণ কুমার মেহতা। সঙ্গে ছিলেন পর্যটন ও সংস্কৃতি সচিব সারমাদ হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিকারা মিছিল এবং স্থানীয় লোকশিল্পীদের গান ও লোকনৃত্য। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় শর্মিলা ঠাকুর ও শাম্মি কাপুর অভিনীত বিখ্যাত বলিউড ছবি 'কাশ্মীর কি কলি'। এই ভাসমান থিয়েটার মূলত পরিচালিত হবে ডাল লেকের শিকারা এবং হাউসবোটের চালকদের সংগঠনের দ্বারা। কোভিড-বিধ্বস্ত পর্যটনকে চাঙ্গা করতে এই নতুন উদ্যোগ সাহায্য করবে বলেই মনে করছেন তাঁরা। এই থিয়েটারের আকর্ষণে সন্ধে-রাতেও নৌকাবিহারের আগ্রহ বাড়বে পর্যটকদের। চলচ্চিত্র ছাড়াও কাশ্মীরের লোকশিল্পীরা এই থিয়েটারে নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন। 

আরও পড়ুন : ফ্রিজ-লাইব্রেরিতে ভরে যাচ্ছে নিউজিল্যান্ডের রাস্তাঘাট / টিম সিলি পয়েন্ট 

................... 


#Open-air floating Theatre #kashmir #Dal Lake #ভাসমান থিয়েটার #কাশ্মীর #ডাল হ্রদ #সিলি পয়েন্ট #ওয়েবজিন #Web Portal

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

36

Unique Visitors

222604