Silly পয়েন্ট-এর নয় দফা :


  • ১. অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান। ছবি তুলে বা স্ক্যান করে লেখা দেবেন না। গান, আবৃত্তি বা পাঠের অডিও ক্লিপিং পাঠান .mp3 ফরম্যাটে। ভিডিওর ক্ষেত্রে পাঠান .mp4 ফরম্যাটে।

  • ২. নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন। মেইল বডিতে নাম এবং ফোন নম্বর ছাড়া অন্য কিছু লিখবেন না। অন্যান্য কন্টেন্টও নিজের মেইল আইডি থেকেই পাঠাবেন। পিডিএফ এবং .doc/.docx ফাইল দুটোরই শুরুতে নাম, ইমেইল আইডি, ফোন নম্বর অবশ্যই জানাবেন। ‘নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা’-র হাত থেকে সম্পাদকদের রেহাই দিন। নিজের কাছে অবশ্যই কন্টেন্টের একটি কপি রেখে পাঠাবেন।

  • ৩. ‘মেইল সাবজেক্ট’-এ বিভাগের নাম (যেমন গল্প, কবিতা, নিবন্ধ ইত্যাদি) অথবা বিষয় ( যেমন ছবি,গান, পাঠ ইত্যাদি) অবশ্যই উল্লেখ করবেন। মেইল পাঠাবার পর আউটবক্স চেক করে দেখে নিন সেটি ঠিকঠাক পাঠানো হয়েছে কিনা।

  • ৪. একটি মেইলে একটি বিভাগেরই কন্টেন্ট পাঠান। একটি মেইলের মধ্যেই বিভিন্ন বিষয় পাঠিয়ে সম্পাদকের হাতে তদন্তের ভার না দিয়ে, (অন্যান্য বিভাগে অংশ নিতে চাইলে) সাবজেক্ট বডিতে নির্দিষ্ট বিভাগ উল্লেখ করে আলাদা মেইল পাঠানোই সঙ্গত। নয়ত অবস্থাগতিকে কেস ডিসমিস হয়ে যেতে পারে।

  • ৫. বাংলা বানানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি ছাড়া আর কাউকে পাত্তা দেবেন না।

  • ৬. মনোনীত লেখা/কন্টেন্ট ব্যতীত প্রাপ্তিস্বীকার জানানো হবে না। অন্য কোথাও প্রকাশের জন্যে পাঠানো লেখা/কন্টেন্ট পুরোপুরি বাতিল না হলে Silly পয়েন্ট-এ পাঠাবেন না।

  • ৭. লেখা/কন্টেন্ট পাঠাবার পর ন্যূনতম ৯০ দিন অপেক্ষা করুন। এর মধ্যে প্রকাশিত না হলে অমনোনীত বলে ধরে নেওয়া যেতে পারে। পোর্টালের পাঠানো কোনো লেখা/কন্টেন্ট যদি এডিটোরিয়াল টিম বেশী সময়ের জন্যে হোল্ড করে রাখতে চায় তবে মেইলে জানানো হবে। Silly পয়েন্ট-এ পাঠানো লেখা ( ৯০ দিনের মধ্যে ) অন্য কোথাও জমা দিতে হলে লেখা/কন্টেন্ট পাঠাবার সাত দিনের মধ্যে একটি মেইলে প্রত্যাহারের কারণ জানিয়ে লেখা/কন্টেন্টটি তুলে নিন। এরপরেও সেটি পোর্টাল ছাড়া অন্য কোথাও প্রকাশ পেলে, সেই লেখক নিয়ম অমান্য করেছেন ধরে নিয়ে তাঁকে আর লেখা/কন্টেন্ট প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে না।

  • ৮. সামান্য সংযোজন-বিয়োজন-পরিমার্জনে টিম Silly পয়েন্ট-এর সিদ্ধান্তই চূড়ান্ত।

  • ৯. Silly পয়েন্ট-এ প্রকাশিত লেখা/ কন্টেন্ট অন্য কোথাও ব্যবহারের পূর্বে অবশ্যই একবার অফিশিয়াল মেইল আইডিতে বিষয়টি জানিয়ে প্রাথমিক অনুমতি নেওয়া আবশ্যক। বিনা অনুমতিতে কন্টেন্ট পুনঃপ্রকাশিত হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট লেখক/শিল্পীর থেকে কোনো লেখা/কন্টেন্ট নেওয়া হবে না।



মেল ছাড়া অন্য কোনো মাধ্যমে লেখা / কন্টেন্ট নেওয়া হবে না।


লেখা পাঠাবেন [email protected] ঠিকানায়।


টিম Silly পয়েন্ট ধর্মীয় হিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ, রাজনৈতিক ফায়দাজনিত কার্যকলাপ থেকে সবসময়েই সামাজিক দূরত্ব বজায় রাখতে চায়।

মহৎ সৃষ্টির দ্বারা অনুপ্রাণিত হওয়া স্বাভাবিক, কিন্তু তার হুবহু অনুকরণ কঠোরভাবে বর্জনীয়। টিম Silly পয়েন্ট-এর কাছে এ ধরনের আচরণ কখনোই প্রশ্রয় পাবে না। যদি লেখা/ কন্টেন্টের মৌলিকতা নিয়ে অভিযোগ ওঠে এবং ‘না বলিয়া গ্রহণ করিবার’ সাপেক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, পত্রপাঠ লেখা বা ছবি সরিয়ে নেওয়া হবে।

পুনশ্চ : প্রতিভা প্রকাশের মঞ্চটুকু ছাড়া আমরা কিছুই এই মুহূর্তে দিতে পারছি না। যদি এই উদ্যোগে সামিল হতে কোনো সংশয় বা আপত্তি থাকে, নির্দ্বিধায় আমাদের জানালে পরবর্তী অনুরোধ থেকে বিরত থাকব। পেশাদার লেখক, আঁকিয়ে, সংগীতশিল্পী, আলোকচিত্রীদেরও আমাদের এই সীমাবদ্ধতাটুকু জানানো রইল। লেখা বা অন্যান্য বিভাগে আপনাদের কাজ পৌঁছে দেওয়ার আগে অনুগ্রহ করে এটি খেয়াল রাখবেন।


কবিতা


  • প্রতিবার সর্বাধিক তিনটি কবিতা পাঠানো যাবে।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • মনোনীত লেখাটি/লেখাগুলি Silly পয়েন্ট-এ প্রকাশিত হওয়ার পর বাকিগুলি অন্য পত্রিকায় পাঠাবার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন - কবিতা ।


গল্প


  • অনধিক ১০০০- ১৫০০ শব্দে একবারে একটিই গল্প পাঠান।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- গল্প।


নিবন্ধ


  • যে কোনো বিষয়ে অনধিক ১০০০ শব্দে আপনার লেখা নিবন্ধ আমাদের পাঠান।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • নিবন্ধের ক্ষেত্রেই একমাত্র বাংলা ছাড়া ইংরেজিতেও লেখা পাঠানো যেতে পারে।

  • ধারাবাহিক লেখার ক্ষেত্রে কমপক্ষে চারটি পর্ব না পাঠালে পোর্টালে প্রকাশ করা সম্ভব নয়।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- নিবন্ধ।


মুক্তগদ্য


  • অনধিক ৬০০ শব্দে মুক্তগদ্য পাঠাতে পারেন।

  • মুক্তগদ্য বিভাগে ডায়েরির ধাঁচের লেখাও দেওয়া যেতে পারে।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- মুক্তগদ্য।


বিজ্ঞান ও প্রযুক্তি


  • অনধিক ১৫০০ শব্দে বিজ্ঞান অথবা প্রযুক্তি বিষয়ক লেখা পাঠানো যাবে।

  • ধারাবাহিক লেখার ক্ষেত্রে কমপক্ষে চারটি পর্ব না পাঠালে পোর্টালে প্রকাশ করা সম্ভব নয়।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • বিজ্ঞান/প্রযুক্তি বিষয়ক প্রবন্ধ-এর ক্ষেত্রে ছবির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর কোনো ডায়াগ্রামও দেওয়া যেতে পারে। ছবি ও সংশ্লিষ্ট ডায়াগ্রামের .jpeg অথবা .jpg ফাইল লেখার সঙ্গে আলাদা অ্যাটাচ করে পাঠাতে হবে। লেখার মধ্যে ছবি দিলে হবে না।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- বিজ্ঞান অথবা প্রযুক্তি।


পরিবেশ ও প্রাণচক্র


  • অনধিক ১২০০ শব্দে পরিবেশ অথবা প্রাণচক্র বিষয়ক লেখা পাঠানো যাবে।

  • ধারাবাহিক লেখার ক্ষেত্রে কমপক্ষে চারটি পর্ব না পাঠালে পোর্টালে প্রকাশ করা সম্ভব নয়।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • প্রবন্ধ-এর ক্ষেত্রে ছবির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর কোনো ডায়াগ্রামও দেওয়া যেতে পারে। ছবি ও সংশ্লিষ্ট ডায়াগ্রামের .jpeg অথবা .jpg ফাইল লেখার সঙ্গে আলাদা অ্যাটাচ করে পাঠাতে হবে। লেখার মধ্যে ছবি দেবেন না।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- পরিবেশ ও প্রাণচক্র।


বইয়ের খবর এবং ফিল্ম ও ওয়েব সিরিজ রিভিউ


বইয়ের খবর :

  • শন্দ সংখ্যা অনধিক ৫০০।

  • নতুন বই, পুরোনো বই অথবা দুষ্প্রাপ্য বই যেটা পছন্দ সেটাই বেছে নিতে পারেন।

  • যেকোনো ভাষায় লেখা বই সম্পর্কে আলোচনা পাঠাতে পারেন।

  • অনুগ্রহ করে অভ্র বা অন্য ইউনিকোড ফন্টে টাইপ করে অপ্রকাশিত লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • লেখার সঙ্গে বইটি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য এবং প্রচ্ছদের ছবি অ্যাটাচ করে পাঠাবেন।

ফিল্ম ও ওয়েব সিরিজ রিভিউ :

  • শন্দ সংখ্যা অনধিক ৫০০।

  • যে কোনো ঘরানার ছবির উপর লেখা পাঠাতে পারেন। ডকুমেন্টারির উপর আলোচনাও পাঠান।

  • অভ্র বা অন্য ইউনিকোড বাংলা ফন্টে টাইপ করে অপ্রকাশিত লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • লেখার সঙ্গে অবশ্যই ফিল্ম/ ওয়েব সিরিজ/ ডকুমেন্টারি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য এবং একটি ছবি পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- বইয়ের খবর অথবা ফিল্ম বা ওয়েব সিরিজ রিভিউ


অনুবাদ


  • এই মুহূর্তে গল্প, কবিতা এবং একাঙ্ক নাটকের অনুবাদই নেওয়া হবে।

  • অনুবাদের সঙ্গে কাহিনি উৎস,লেখক, মূল ভাষা ইত্যাদি প্রয়োজনীয় তথ্য আবশ্যক ।

  • শব্দসংখ্যার ক্ষেত্রে বিভাগ নির্দিষ্ট শব্দসীমা মেনে চলুন।

  • অভ্র বা অন্য ইউনিকোড বাংলা ফন্টে টাইপ করে অপ্রকাশিত লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- অনুবাদ : গল্প/ কবিতা/ নাটক।


প্রাদেশিক সাহিত্য ও বিশ্বসাহিত্য :


  • অনধিক ৭৫০ শব্দে প্রাদেশিক সাহিত্য অথবা বিশ্বসাহিত্য বিষয়ক লেখা পাঠানো যাবে।

  • আলোচ্য বিভাগ এবং বইয়ের খবর দুটি স্বতন্ত্র বিভাগ।

  • ধারাবাহিক লেখার ক্ষেত্রে কমপক্ষে চারটি পর্ব না পাঠালে পোর্টালে প্রকাশ করা সম্ভব নয়।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- প্রাদেশিক সাহিত্য / বিশ্ব সাহিত্য।


ভ্রমণ :


  • অনধিক ৭৫০ শব্দে ভ্রমণ বিষয়ক লেখা পাঠানো যাবে। এই বিভাগ ও বইয়ের খবর দুটি স্বতন্ত্র বিভাগ।

  • ধারাবাহিক লেখার ক্ষেত্রে কমপক্ষে চারটি পর্ব না পাঠালে পোর্টালে প্রকাশ করা সম্ভব নয়।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • ভ্রমণ কাহিনির ক্ষেত্রে ছবি দিতে চাইলেও .jpeg অথবা .jpg ইমেজ ফাইল মেইলে লেখার সঙ্গে আলাদা অ্যাটাচ করে পাঠাতে হবে। লেখার মধ্যে ছবি দিলে হবে না।, ভ্রমণকাহিনিতে লেখা ছাড়াও যে বিষয় গুলি আলাদা ভাবে উল্লেখ করতে হবে,

    • গন্তব্যে পৌঁছনোর রুট

    • থাকার জায়গা

    • আনুমানিক খরচ

    • পারিপার্শ্বিক ট্যুরিস্ট স্পট ইত্যাদি

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- ভ্রমণ


ফিচার ও ভালো খবর :


  • অনধিক ৩০০-৫০০ শব্দে এই বিভাগে লেখা পাঠাতে পারেন।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- ফিচার অথবা ভালো খবর।


ফোটোগ্রাফি :


  • Silly পয়েন্টের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ অথবা পিন্টেরেস্ট অ্যাকাউন্টের জন্যে আপনার তোলা অপ্রকাশিত ছবি পাঠান।

  • ছবির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয় নেই। অত্যধিক এডিট করা হলে সেই ছবি পত্রপাঠ বাতিল হবে।

  • ছবিতে আলোকচিত্রীর নিজের ওয়াটারমার্ক থাকা বাধ্যতামূলক। ইন্সটাগ্রাম পোস্টের ক্ষেত্রে পোর্টালের ওয়াটারমার্কও থাকবে।

  • পোর্টালের তরফে একবার কোনো ছবি গৃহীত হওয়ার পর যদি দেখা যায় তা পূর্বে কোথাও প্রকাশিত হয়েছে তাহলে তা তৎক্ষণাৎ মুছে দেওয়া হবে।

  • ছবি পাঠান 1440*1028 এই মাপে। অথবা 16:09 এই রেশিও অনুসরণ করে।

  • একটি মেইলে সর্বাধিক তিনটি ছবি পাঠানো যাবে। এর ৯০ দিনের আগে অন্যছবি পাঠানো যাবে না।

  • নিজস্ব মেইল আই ডি থেকে ছবি পাঠান .jpeg অথবা .jpg এই ফরম্যাটে। ছবির সঙ্গে আপনার নাম ও ফোন নম্বর অবশ্যই উল্লেখ করে দেবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- ফোটোগ্রাফি।


আর্টওয়ার্ক :


  • Silly পয়েন্ট পোর্টাল গ্যালারির জন্যে আপনার আঁকা ছবি পাঠান।

  • কোন মাধ্যমে আঁকা হয়েছে সেটির উল্লেখ অবশ্যই করবেন।

  • আর্টওয়ার্কে শিল্পীর সই থাকা বাধ্যতামূলক।

  • স্ক্যানড ছবি পাঠান 1440*1028 এই মাপে। অথবা 16:09 এই রেশিও অনুসরণ করে।

  • একটি মেইলে সর্বাধিক একটিই আর্টওয়ার্ক পাঠানো যাবে। এর ৯০ দিনের আগে অন্য আর্টওয়ার্ক পাঠানো যাবে না।

  • নিজস্ব মেইল আই ডি থেকে স্ক্যানড ছবি পাঠান .jpeg অথবা .jpg এই ফরম্যাটে।

  • ছবির সঙ্গে আপনার নাম ও ফোন নম্বর অবশ্যই উল্লেখ করে দেবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- আর্টওয়ার্ক।


খেলা :


  • অনধিক ৫০০-৭৫০ শব্দে খেলা বিষয়ক লেখা পাঠাতে পারেন।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- খেলা।


ব্যক্তিত্ব :


  • অনধিক ৫০০-৭৫০ শব্দে লেখা পাঠাতে পারেন।

  • জন্মতিথি, জন্মশতবার্ষিকী, মৃত্যুদিবস ইত্যাদি উপলক্ষে লেখা পাঠালে অনুগ্রহ করে নির্ধারিত দিনটির কমপক্ষে এক মাস আগে লেখা পাঠান।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- ব্যক্তিত্ব।


বিনোদন :


  • বিনোদনজগত নিয়ে মননশীল কোনও বিষয়ে অনধিক ৫০০-৭৫০ শব্দে লেখা পাঠাতে পারেন।

  • অনুগ্রহ করে অপ্রকাশিত লেখাই পাঠাবেন।

  • অভ্র বা অন্য কোনো ইউনিকোড ফন্টে টাইপ করে লেখা পাঠান।

  • নিজস্ব মেইল আইডি থেকে লেখার পিডিএফ এবং .doc/docx ফাইল, দুটোই অ্যাটাচ করে পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- বিনোদন।


পারফর্মিং আর্ট :


  • গান, আবৃত্তি, গল্পপাঠ বা শ্রুতিনাটকের ক্ষেত্রে শুধুমাত্র অডিও ফাইলটিই পাঠাবেন।

  • নৃত্য ( ক্ল্যাসিকাল ঘরানা, রবীন্দ্রনৃত্য, সৃজনশীল প্রভৃতি) অথবা যন্ত্রসঙ্গীত বাদনের ক্ষেত্রে ভিডিও পাঠানো যেতে পারে।

  • অডিও ফাইল পাঠাবেন .mp3 ফরম্যাটে। ভিডিও ফাইল পাঠাবেন .mp4 ফরম্যাটে। যদি পূর্বোক্ত ফরম্যাটে পাঠাতে অসুবিধে হয় তাহলে আপনার পাঠানো ফাইলটির ফরম্যাট আলাদাভাবে উল্লেখ করে দেবেন।

  • সর্বোচ্চ সময়সীমা :

    • গান - অনধিক ৫ মিনিট ( বয়ঃসীমা – ন্যূনতম ১৫ বছর)

    • নৃত্য - অনধিক ৫ থেকে ৭ মিনিট ( বয়ঃসীমা – ন্যূনতম ১৫ বছর)

    • আবৃত্তি বা গল্পপাঠ - অনধিক ১০ মিনিট ( বয়ঃসীমা – ন্যূনতম ৫ বছর)

    • শ্রুতিনাটক - অনধিক ২০-৩০ মিনিট ( বয়ঃসীমা – ন্যূনতম ১৫ বছর)

  • রেকর্ডিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজের দিকে খেয়াল রাখবেন। অত্যধিক নয়েজ এলে নিরুপায় হয়েই অডিওটি বাতিল করতে হবে।

  • নির্বাচনের সময় Silly পয়েন্ট –এর পারফরমিং আর্টস বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত।

  • আমন্ত্রিত শিল্পীর ক্ষেত্রে শর্তাবলীর কিছু ব্যতিক্রম হতে পারে।

  • গান, আবৃত্তি, গল্পপাঠ বা শ্রুতিনাটকের ক্ষেত্রে অডিও ফাইলটির সঙ্গে .jpg অথবা .jpeg ফরম্যাটে নিজের একটি ছবিও পাঠাবেন।

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- পারফর্মিং আর্টঃ গান/ আবৃত্তি/পাঠ/গল্পপাঠ/শ্রুতিনাটক


অন্ত্রপ্রণর :


  • ছোটো পুঁজির স্বাধীন উদ্যোগজীবীরা নিজেদের ব্যবসা বা উদ্যোগের কথা এই বিভাগে লিখে পাঠাতে পারেন।

  • লেখায় যে বিষয়গুলোয় জোর দেবেন -

    • কর্ণধার

    • উদ্যোগের দৃষ্টিভঙ্গি

    • উপাদান/ মাধ্যম

    • গড় মূল্য

    • ফেসবুক পেজ, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ বা যোগাযোগের অন্যান্য ব্যবস্থা বিষয়ে তথ্য

    • ভবিষ্যৎ পরিকল্পনা

  • মেইল সাবজেক্টে অবশ্যই লিখবেন- অন্ত্রপ্রণর




আমাদের অফিশিয়াল মেইল আই-ডি -

[email protected]