তোমার আমার অরণ্যপথ
অর্ক চক্রবর্তী
Oct 4, 2020 at 6:34 am
কবিতা
আয়না মুছে রঙ ঢেলেছি আপন মনে অনেক খবর জমিয়ে রাখাতবুও রাতে অবহেলায় সাপের বাঁশি দুলিয়ে তুমি ঝড় এনেছরাত্রি এখন তারায় তারায় কাঁটাঝোপের আড়াল নিয়ে খুনের নেশায় রক্ত মাখেখানিকটা পথ এগিয়ে এসো দমবন্ধ ঘরের কোণে চিলেকোঠার বাতাস ছেড়েএকটু পরে মোমবাতি নাও, এখন বুকে আলোর অভাব খুব প্রয়োজনবুঝতে পারো? আর কেন ছাই মাংস পোড়াই ধুলায় মেখে?অনেক খাতায় আগুন জ্বালাই হিসেব রেখে ব্যতিক্রমে চুপ থেকো না।ইচ্ছে হলে শব্দ করো, পাথর ভাঙার, গল্প রাখো পাঁজর ভেঙে।
অলংকরণ : অভীক
#bengali #poem #Aranyapath #Arka chakrabarty #কবিতা #বাংলা #রবিবার #অর্ক চক্রবর্তী #তোমার আমার অরণ্যপথ