অবিস্মরণিকা ( পর্ব : চার )
ঐন্দ্রিলা চন্দ্র
Mar 31, 2021 at 11:59 am
গ্যালারি
........
অবিস্মরণিকা। বলে না যাওয়া এক চলে যাওয়ার আখ্যান।
যে থেকে যায়, তারও কি সবটা থেকে যায়?
মানুষ সতত, না চাইতেও নিজের নানাবিধ হোরক্রাক্স বানিয়ে ফেলে না কি? বিচ্ছেদ না হলে কোথা থেকে পাবে এত শক্তি?
আর বিচ্ছেদ-প্রদেশের মানুষজন? কেমন থাকেন তাঁরা? কী বলার থাকে তাঁদের কাছে?
ঐন্দ্রিলা চন্দ্রের রঙে-রেখায় সেই অতি নিবিড় ব্যক্তিক অনুভূতিমালার অনুবাদ। সঙ্গে কথা-যোজনায় রোহন রায়। আজ সিরিজের তৃতীয় ছবি।
ঠিক হয়ে গেলে
বেশি কিছু না , শুধু
রেলগাড়ি দেখতে যাবার কথা থাকে
স্টেশনে নয়, দূর থেকে - ধানক্ষেতের ওপারে -
আর কোনওদিন ধানক্ষেতের ওপার দিয়ে সেই ট্রেন যাবে না
যে ট্রেন
দুজনে মিলে দেখতে হয়
.............................
[ কথা যোজনা : রোহন রায় ]
#অবিস্মরণিকা #ছবি #ঐন্দ্রিলা চন্দ্র #গ্যালারি