গ্যালারি

অবিস্মরণিকা ( পর্ব : পাঁচ )

ঐন্দ্রিলা চন্দ্র April 2, 2021 at 1:09 pm গ্যালারি

..........................

.....................

অবিস্মরণিকা। বলে না যাওয়া এক চলে যাওয়ার আখ্যান।
যে থেকে যায়, তারও কি সবটা থেকে যায়?
মানুষ সতত, না চাইতেও নিজের নানাবিধ হোরক্রাক্স বানিয়ে ফেলে না কি? বিচ্ছেদ না হলে কোথা থেকে পাবে এত শক্তি?
আর বিচ্ছেদ-প্রদেশের মানুষজন? কেমন থাকেন তাঁরা? কী বলার থাকে তাঁদের কাছে?
ঐন্দ্রিলা চন্দ্রের রঙে-রেখায় সেই অতি নিবিড় ব্যক্তিক অনুভূতিমালার অনুবাদ। সঙ্গে কথা-যোজনায় রোহন রায়। আজ সিরিজের পঞ্চম ছবি।

.........................

মরা মানুষের মেসেজ পড়তে পড়তে 
এত নিচে নেমে এসেছি 
যে আর ফিরতে পারছি না - 

ভাবতে পারেন? একটা মানুষের ভিতরে 
হাত পা গুটিয়ে
ভ্রূণের মতো বসে আছি -
কিচ্ছু করতে পারছি না। জাস্ট কিচ্ছু না। 

সময় লাগবে, বলছে লোকজন। 
বেরোতে নাকি সময় লাগে। হতে পারে, 
কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না - 
যে নেই তার মধ্যে থেকে 
কেউ বেরোবে কী করে?
লোকজন কিছুতেই বুঝতে চাইছে না৷ 
আপনি বলুন, এটা হয়? 
মরা মানুষের অসম্ভবপর গর্ভ থেকে
কেউ বেরোবে কী করে?

............................. 

[ কথা যোজনা : রোহন রায় ]

#অবিস্মরণিকা #ছবি #আর্ট #artwork #গ্যালারি #ঐন্দ্রিলা চন্দ্র #সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

2

Unique Visitors

219101