দুটি কবিতা
মণিমালা
July 26, 2020 at 4:16 am
কবিতা
১.ভালোবাসতে বাসতে নারী প্রায়শ কঠিন হয়ে আসেতখন ওর একটা দিঘল অমাবস্যার বড় প্রয়োজনঅনিমেষ ওকে যেতে দাও...বিচ্ছেদের নির্দিষ্ট দূরত্বে ওরা নরম হয়তারপর ভিজে আসে শাড়িজলে যায় শরীর...এসবই তো তুমি জানো অনিমেষওকে ভিজতে দাও...কলঙ্কতিলক মিলিয়ে গেলেইএখানে একটি গাছের জন্ম হবে।
২.লিখতে লিখতে হাত ব্যথা করে আজকাল… বোঝাতে পারি না তোমাকে… তবু লেখার চেষ্টা করি তোমার নাক কান গলা… কণ্ঠের ভার... নিদারুণ অস্থিরতায় স্থির হয়ে বসে আবৃত্তি করি “শ্যামলবাবু আপনি কি বুঝেছেন জিহ্বার মাপ… ও ঠিক এমন করে বলত...” তারপর দীর্ঘ বিরতি... আসলে কিছুই তো বলত না। আমি দেখতাম চোখের তলায় বিকেলের রঙ পাল্টাচ্ছে... আরও সুদীর্ঘ বিরতি শেষে উঠবার পালা;জানো অনিমেষ আজও ছবিটা শেষ হল না...
[ অলংকরণ : দেবশ্রী সরকার ]
#কবিতা #মণিমালা