দুটি কবিতা
দুর্জয় আশরাফুল ইসলাম
Dec 5, 2020 at 7:05 am
কবিতা
বঁড়শি বঁড়শি আমাকে বিদ্ধ করার আগে যুবতী মাছের মতো জলের বিচিত্র ভাঁজে ঘুরে আসি। অনবরত বৃষ্টির দুপুর আটকে আছে সারা পৃথিবীজুড়ে তবুও বৃষ্টিস্নানের আনন্দ আর নেই। দেখি শস্যের অফুরান। অথচ কত কতদিন অপরিসীম খিদে নিয়ে দেখেছি শূন্য পাত্র।আমাকে বিদ্ধ করার আগে নদীতীরে নামছে চুপিচুপি স্তব্ধতা, অবনত ছায়ামিনার। আমি খুঁজছি বিমূর্ত পৃথিবীর হরিণ, সবুজ ঘাসের দেশ, ঘাতক নদীটির ভিতর।পাহাড় কিংবা কান্নার কথা রুগ্ন নদীটি জানে এই কাপুরুষতা, সন্ত্রস্ততার বিপরীতে ঘুমিয়েছি কত বেলা। পাহাড়ে কান্নার ধ্বনি, আগুন গিলতে চেয়েছে আকাশ। আমি দেখেছি জলের শেষ, সুনীল হাওয়া এসে ডানা ঝাপটায়, তৈরি হয় চিত্র আরেক। এবং হারায়। নদীটি আমাকে ঠিক মনে রাখে। যতদিন যতবার। আর্তচিৎকারের বিপরীতে স্তব্ধতা আমার।
【 অলংকরণ: ঐন্দ্রিলা চন্দ্র 】