চার্জ দিতে হবে বলে : এবারের ফুটবল বিশ্বকাপের বলে চমক-দেওয়া প্রযুক্তি
২০২২-এর ফিফা ফুটবল বিশ্বকাপে এবার রাজ করছে প্রযুক্তি। VAR (video assisted refereeing) সিস্টেম অনেক গোল বাতিল করেছে। তাই নিয়ে বিতর্কেরও অন্ত নেই। কিন্তু তাই বলে ফুটবলে চার্জ? হ্যাঁ এমনও ঘটনার সাক্ষী থাকল কাতারের বিশ্বকাপ। ঠিক মোবাইল বা ল্যাপটপের মতোই চার্জ দিতে হচ্ছে বলেও। সম্প্রতি একটি ছবিতে দেখা গিয়েছে, খেলা শুরুর আগে সাইডলাইনে রাখা চারটি বলের একাংশ খুলে চার্জ দেওয়া হচ্ছে। টুইটারে প্রকাশ করা সেই ছবি চমকে দিয়েছে বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীকে।
চার বছর অন্তর বিশ্বকাপের জন্য প্রতিবার আলাদা আলাদা বল বেছে নেওয়া হয়। কাতার বিশ্বকাপের জন্য এবার বেছে নেওয়া হয়েছে 'আল রিহলা' বল। এই বলে ব্যবহৃত হচ্ছে অভিনব এক প্রযুক্তি। প্রতিটি বলের ভেতরে রয়েছে ১৪ গ্রাম ওজনের একেকটি ব্যাটারিযুক্ত সেন্সর। সেন্সরটি চালু রাখতেই তার নিয়মিত চার্জ করা প্রয়োজন। ছোঁয়া পেলেই সেন্সর চালু হয়ে যায়। সম্পূর্ণ চার্জপ্রাপ্ত একটা বলে টানা ছয় ঘণ্টা খেলা যেতে পারে। আর ব্যবহৃত না হলে ১৮ ঘণ্টা পর্যন্ত সচল থাকে ব্যাটারি। বলের ভিতরের সেন্সরটিতে রয়েছে ছবি তোলার ব্যবস্থাও। সেন্সরের ক্যামেরাটি প্রতি সেকেণ্ডে ৫০০টি ছবি তুলতে সক্ষম। যার সুবাদে অফ-সাউড বা পেনাল্টির সিদ্ধান্ত নিখুঁতভাবে যাচাই করা যায়। সেন্সরটি খেলোয়াড়-দেহের ২৯ টি ভিন্ন ভিন্ন পয়েন্টকে আলাদা করে চিহ্নিত করতে পারে। তার সুবাদেই পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে বিতর্কিত গোলের ক্রেডিট রোনালদোকে না দিয়ে দেওয়া হয়েছে ব্রুনো ফার্নান্দেজকে। এই সেন্সর সরাসরি যুক্ত লোক্যাল পজিশনিং সিস্টেমের সঙ্গে। ফলে এবার খেলার সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করবে বল নিজেই। বল শুধু লাথালাথির উপকরণ হয়েই থাকবে না, বরং বলই আসলে নিয়ন্ত্রণ করবে খেলা।
...............