মোনাজাতের লেখা
সব্যসাচী মজুমদার
July 3, 2021 at 5:09 am
কবিতা
..................
ক.
যে ঈশপের সূচনা ছিল না কোনও তার কাছে দিন কতক বিরাম চাই। ততক্ষণে বেড়ে উঠুক হেমন্ত। মোনাজাতের ভেতরে বসেও তোমাদের মুখ দেখতে চাই আবার।
দেখতে চেয়েছি প্রাচীনতম মৃতদেহের চিৎকার
খ.
তুমি শিউরে উঠতে পারো আপাদমস্তক
আমরা মারতে মারতে গণতন্ত্র ফাটিয়ে দিয়েছি
ফাটিয়ে দিয়েছি তবু একটা ন্যাংটো গাছ
পুঁতে রাখছে একটা ন্যাংটো রং
নবিজল চরাচরে রবাববশত
তিরতির কেঁপেছিল...
স্তোত্র উপগত...
গ.
জলেরা উপমাহীন হয়ে থাকে বেদনার ভয়ে।
আমিও বিচ্ছিন্ন উট। নাক ডুবিয়ে দিয়েছি মুরশেদে। শব্দহীন সন্তানের চোখে লেগেছে যে আলো, যেন তার গন্ধ পাই।
ক্রমশ প্রচুর রোদে স্রোত জড়াল প্রান্তিক
ক্ষেত খামারের বিষ।
ভেসে ওঠে...ঝাপটায়...সোহাগি খরিশ
….……………………
[অলংকরণ : অভীক আচার্য]
#সিলি পয়েন্ট #ওয়েবজিন #web portal #কবিতা #সব্যসাচী মজুমদার #অভীক আচার্য