ফিচার

মনখারাপের ছুটি দেবে চিনের ফার্ম

টিম সিলি পয়েন্ট 13 days ago ফিচার

মন নিয়ে সচেতনতা এখন আগের তুলনায় বেড়েছে। কর্মক্ষেত্রে 'স্যাড লিভ' বা 'আনহ্যাপি লিভ'-এর মতো বিষয় নিয়েও কথাবার্তা শুরু হয়েছে। এবার তা বাস্তবায়িত হল চিনের এক সংস্থার হাত ধরে। চিনের সুপারমার্কেট চেন ফ্যাট ডং লাই (Fat Dong Lai) তার কর্মীদের জন্য বছরে দশটি মনখারাপিয়া ছুটির ব্যবস্থা করল।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার বারোটি আউটলেট রয়েছে চিনের হুনান প্রদেশে। কর্মীদের স্বাচ্ছন্দের প্রতি তাঁরা বরাবরই আলাদা নজর দেন। এই সংস্থার কর্মীরা বছরে চল্লিশটি ছুটি পান। সঙ্গে রয়েছে চিনা নববর্ষের সময়ে প্রাপ্য আরও পাঁচটি ছুটি। সপ্তাহে তাঁরা পাঁচ দিন কাজ করেন, প্রতিদিন সাত ঘণ্টা করে। প্রতি বছর এই সংস্থা কর্মীদের ভ্রমণ প্যাকেজও দেয়। সংস্থাটির চেয়ারম্যান ইউ ডং লাই (Yu Dong Lai) বলেছেন, শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াও দরকার। পর্যাপ্ত ছুটি বা বিশ্রাম পেলে তবেই একজন কর্মীর থেকে সর্বোচ্চ কাজটুকু পাওয়া সম্ভব বলে তাঁর অভিমত। কাজের চাপে হাঁসফাঁস করলে মানুষের কর্মক্ষমতা অনেক কমে যায়। বছরে এই দশটি বাড়তি ছুটি নেবার সুযোগ থাকলে কর্মীরা অনেক চাপমুক্ত থাকতে পারবেন। চিনা সংস্থার এই উদ্যোগ বাকি আরও অনেক ক্ষেত্রকে অনুপ্রাণিত করবে বলে আশা করা যাচ্ছে। 

............ 

#sad leave #unhappy leave #work culture #work stress #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

38

Unique Visitors

183868