ফিচার

আমাজনের জঙ্গলে প্রাচীন নগরীর চিহ্ন?

টিম সিলি পয়েন্ট Jan 27, 2024 at 8:45 pm ফিচার

প্রায় দু-হাজার বছরের পুরনো প্রাচীন নগরের ধ্বংসাবশেষের চিহ্ন আবিষ্কার করলেন পুরাতত্ত্ববিদরা।

আন্দিজ পর্বতমালার পাদদেশে পূর্ব ইকুয়েডরের উপানো উপত্যকায় এই অবশেষের চিহ্ন পাওয়া গেছে। রয়েছে রাস্তা, নিকাশী ও মাটির উঠোনের মতো কিছু স্থাপত্যের চিহ্ন। রেডিও কার্বন ডেটিং প্রক্রিয়ায় জানা গেছে, এদের বয়েস দু হাজারের কাছাকাছি হতে পারে। নিউ ইয়রক টাইমসের প্রতিবেদন বলছে, মানুষজন এখানে হাজার বছরের বেশি বাস করেনি। ১১৫ স্কোয়ার মাইল এলাকা জুড়ে এই নগরীর চিহ্ন পাওয়া গেছে। লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (Lidar) সেনসর প্রক্রিয়া ব্যবহার করে প্রায় হাজার ছয়েক মাটির উঁচু প্ল্যাটফর্মের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞ-দল বলছেন, এখানের সম্ভাব্য জনসংখ্যা দশ হাজার থেকে এক লাখ অবধি হতে পারে। বিশেষজ্ঞ স্টিফেন রস্তেনের নেতৃত্বাধীন গবেষক দল সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।   

আমাজন অববাহিকার পুরাতত্ত্বে এ-এক অতি গুরুত্বপূর্ণ সংযোজন। জঙ্গল আমাজন অববাহিকার জনবসতির চিহ্নকে অনেকটাই খেয়ে ফেলেছে। এখানে মানুষের বসবাস বিষয়ে খুব নিশ্চিত কোনও তথ্য এতদিন পাওয়া যায়নি। আদিবাসী শ্রেণির মানুষজন আমাজনে কোনও বড়সড় সভ্যতা গড়ে তুলতে পারেননি বলেই এতদিন মনে করা হয়েছে। পণ্ডিত-তাত্ত্বিকদের বহুদিনের এই বিশ্বাস কি এবার ভাঙতে চলেছে? আমাজনের জনসংস্কৃতিকে দেখার চোখ পাল্টে দিতে পারে এই আবিষ্কার, মনে করছেন বিশেষজ্ঞরা।  

.................. 

ঋণ : www.popularmechanics.com


#Amazon Rainforest #Indigenous People #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

5

Unique Visitors

220837