ফিচার

মহাকাশে খুলবে রেস্তোরাঁ

টিম সিলি পয়েন্ট April 21, 2024 at 4:53 am ফিচার

অপেক্ষা আর একটি বছরের। তারপরেই মহাকাশে ভাসমান রেস্তোরাঁয় বসে নেওয়া যাবে খাবার বা পানীয়ের স্বাদ। পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে ভাসমান এক রেস্তরাঁ খুলছে নিউ ইয়র্কের ‘স্পেসভিআইপি’ নামে একটি পর্যটন সংস্থা।

ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ফুট উচ্চতায় তৈরি হবে এই রেস্তোরাঁ। ‘স্পেসভিআইপি’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই হবু রেস্তরাঁর বেশ কিছু ছবি শেয়ার করেছে। রেস্তরাঁটি আকারে হবে অনেকটা বেলুনের মতো। সেই স্পেস-বেলুনে এক ধরনের ক্যাপসুলে বসিয়ে মহাকাশ-সফরে নিয়ে যাওয়া হবে অতিথিদের। মোট ছ’ঘণ্টা তাঁরা কাটাতে পারবেন রেস্তোরাঁয়। তার জন্য মাথাপিছু খরচ হবে প্রায় ৫ লক্ষ ডলার। ‘স্পেসভিআইপি’জানিয়েছে, খরচ ধীরে ধীরে আরও খানিক কমানো হবে। এক-একবারে মাত্র ছ জন যাত্রীকেই সুযোগ দেওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। কারণ ওই রেস্তোরাঁয় আসন রয়েছে ছ-টি। ডেনমার্কের বিখ্যাত রেস্তরাঁ ‘অ্যালকেমিস্ট’-এর শেফ রাসমুস মাঙ্ক থাকছেন খাবারের দায়িত্বে। ইতোমধ্যেই  অবশ্য এ-ব্যাপারে 'স্পেসভিআইপি'-র আরেক প্রতিযোগীর খোঁজ পাওয়া গেছে। ফ্রান্সের একটি সংস্থা ‘জ়েফাল্টো’-ও নিজেদের মহাকাশ-রেস্তরাঁ খোলার ঘোষণা করেছে। 

............ 

#space resturant #SpaceVIP #space travel #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

47

Unique Visitors

222615