পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ
(১)আপাতত স্থিরতা পেয়েছে।জানিয়েছে, চলে যাবে। এই রুক্ষ কলকাতাপিপাসা বাড়ায় খালি, জলসত্র অন্য কোথাওসেখানে গড়ন আছে। দু-চারটে পাখি ডেকেআবার ঘুমিয়ে পড়ে - এমন সাজানো, তবুলতাকে আশ্রয় করে গাছ বাঁচে, ছাউনি সারায়এখানে তেমন কই! আমি একলা। চেপেচুপেখানিক কাটানো গেল, এর বেশি পারা কি উচিতযদি সে আমায় আঁকড়ে রসদ জুটিয়ে ফেলে? আমার ভিতরে মাটি চায়?
(২)জানো, আমি পারতাম। আরব্যরজনী দিয়ে দুটির জীবন ভরে তোলা বুঝি এতই কঠিনতোমার ভিতরে খিদেধানভর্তি আমি গোলাঘরদেখে অল্প মনে হবে। প্রবেশ করলেসারা বছর চালানো যেত, দিয়ে-থুয়ে; লক্ষ্মীর ভাঁড়ারকখনও ফুরোয় নাকি! তুমি থাকলে স্বস্তি চারিপাশমাস গেলে লালপেড়ে, চুড়ি, আলতা,বাহারি পুতুলজানো, আমি পারতাম। হাতের শান্ত নিচেঘুম পাড়ানোর ভঙ্গি, এলোমেলো করে-দেওয়া চুল...
(৩)কী নিয়ে বাঁচব এরপর!সব ভরসা সরে যাচ্ছে, সব কান্না এখনই ভরাটআমাকে বুজিয়ে বাড়ি তুলেছে সেথাকবে দু-জনঅপরজনের জন্য তার চিন্তাটবে-পোঁতা গাছ...সাজিয়ে রাখবে আর লোকে এসে বলবে সাবাসআমি তো ব্যথার জন্য! হঠাৎ আঁচড় পেলেচিবিয়ে দেওয়ার মতো একমুঠো ‘ভালোবাসছি’-ঘাস...
(৪)এখানে থামতে হয়। নইলে যে কতদূরতোমাকে নিতাম সঙ্গে, ধারণা করতে পারবে নাচেয়েছি, এবং ফিরে দেখেছিকোথাও কেউ নেইএকা চলতে ভয় করে। তোমাকে বিশ্বাস ছিলপাহাড়তলির মতো - জল পাব, বুকভর্তি দমহঠাৎ খাদের ধারেভেঙে যায় তোমার কসমতারপর, হা হা শূন্যপাঠমৃত্যু চিনেছি। হয়তো তোমার সুরাহা নয়তবুও থেকেই যাচ্ছে, থেকে যায় - নিজস্ব... বিরাট...[ অলংকরণ : শৌভিক পাল ]
#কবিতা #তন্ময় ভট্টাচার্য #শৌভিক পাল