কবিতা

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ

তন্ময় ভট্টাচার্য Aug 30, 2020 at 3:45 am কবিতা

(১)
আপাতত স্থিরতা পেয়েছে।

জানিয়েছে, চলে যাবে। এই রুক্ষ কলকাতা
পিপাসা বাড়ায় খালি, জলসত্র অন্য কোথাও

সেখানে গড়ন আছে। দু-চারটে পাখি ডেকে
আবার ঘুমিয়ে পড়ে - এমন সাজানো, তবু
লতাকে আশ্রয় করে গাছ বাঁচে, ছাউনি সারায়

এখানে তেমন কই! আমি একলা। চেপেচুপে
খানিক কাটানো গেল, এর বেশি পারা কি উচিত

যদি সে আমায় আঁকড়ে রসদ জুটিয়ে ফেলে?
           আমার ভিতরে মাটি চায়?

(২)
জানো, আমি পারতাম। আরব্যরজনী দিয়ে 
দুটির জীবন ভরে তোলা বুঝি এতই কঠিন

তোমার ভিতরে খিদে
ধানভর্তি আমি গোলাঘর

দেখে অল্প মনে হবে। প্রবেশ করলে
সারা বছর চালানো যেত, দিয়ে-থুয়ে; লক্ষ্মীর ভাঁড়ার
কখনও ফুরোয় নাকি! তুমি থাকলে স্বস্তি চারিপাশ

মাস গেলে লালপেড়ে, চুড়ি, আলতা,
বাহারি পুতুল

জানো, আমি পারতাম। হাতের শান্ত নিচে
ঘুম পাড়ানোর ভঙ্গি, এলোমেলো করে-দেওয়া চুল...

(৩)
কী নিয়ে বাঁচব এরপর!
সব ভরসা সরে যাচ্ছে, সব কান্না এখনই ভরাট

আমাকে বুজিয়ে বাড়ি তুলেছে সে
থাকবে দু-জন

অপরজনের জন্য তার চিন্তা
টবে-পোঁতা গাছ...

সাজিয়ে রাখবে আর লোকে এসে বলবে সাবাস

আমি তো ব্যথার জন্য! হঠাৎ আঁচড় পেলে
চিবিয়ে দেওয়ার মতো একমুঠো ‘ভালোবাসছি’-ঘাস...

(৪)
এখানে থামতে হয়। নইলে যে কতদূর
তোমাকে নিতাম সঙ্গে, ধারণা করতে পারবে না

চেয়েছি, এবং ফিরে দেখেছি
কোথাও কেউ নেই

একা চলতে ভয় করে। তোমাকে বিশ্বাস ছিল
পাহাড়তলির মতো - জল পাব, বুকভর্তি দম

হঠাৎ খাদের ধারে
ভেঙে যায় তোমার কসম

তারপর, হা হা শূন্যপাঠ

মৃত্যু চিনেছি। হয়তো তোমার সুরাহা নয়
তবুও থেকেই যাচ্ছে, থেকে যায় -
                
                 নিজস্ব... বিরাট...



[ অলংকরণ : শৌভিক পাল ]

#কবিতা #তন্ময় ভট্টাচার্য #শৌভিক পাল

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

18

Unique Visitors

219126