নিস্তারপর্ব
বেবী সাউ
Sep 12, 2020 at 3:59 am
কবিতা
তার প্রার্থনার কাছে গুছিয়ে রেখেছি যে সংসার,প্রত্যহের উপবাস ডালপালা মেলে,রাধাগান গায়... বিধবা রোদটি সেই উপেক্ষার দেহ নিয়ে নখ খুঁটে; নিয়মের মালাটি পরায়... আড়মোড়ে শিখে নেন দুপুরের ঘুমউপোসের চোখ ভেঙে রাতের পেঁচাটিআলপথে হেঁটে যায় একা...তার শরীরের দাগ, নুন, সামান্য ঘামের সাথে উপাসনাগৃহ গড়ে...তুমিও চতুর...প্রতিটি প্রেমের গায়ে সুকোমলে লিখে দাও ‘মরো,রক্তপাত...’
[অলংকরণ - ঐন্দ্রিলা চন্দ্র]
#Poem #বেবী সাউ #ঐন্দ্রিলা চন্দ্র