রাজার মেয়ে
মেঘ বসু
April 3, 2021 at 7:02 am
কবিতা
বসেছি কাছাকাছি আলোর মুখোমুখি দুহাতে নেশা মাখে চোখ হৃদয়ে গান ছিল নীরবে কথা ছিল ছায়ার দূরে ছিল শোক রাজার মেয়ে লেখা পাতালে রোদ আনে শিশিরে ভোর লেখে রোজ বসেছি তাই ধ্যানেদূরের কাছাকাছি নিকটে এলে যদি পোড়ায় দেহখানি ওড়ায় বদনাম লোক !
[ অলংকরণ : সোমদত্তা চক্রবর্তী]
#বাংলা #কবিতা #রাজার মেয়ে #মেঘ বসু #সোমদত্তা চক্রবর্তী