পরিবেশ ও প্রাণচক্র

'ভূতুড়ে পাখি' পোটো কি বিলুপ্তির পথে?

টিম সিলি পয়েন্ট Nov 10, 2023 at 8:50 pm পরিবেশ ও প্রাণচক্র

হঠাৎ করে চোখে পড়লে বুক ছ্যাঁত করে উঠতে পারে। যেমন ভয়ঙ্কর দেখতে, তেমনই ভয়ঙ্কর গলার স্বর। পাখিটির নাম গ্রেট পোটো। অনেকে একে 'গোস্ট বার্ড' বা ভূতুড়ে পাখি বলেও ডাকেন। তবে কতদিন এ-পাখি চোখে পড়বে, প্রশ্ন সেটাই।

মূলত মাথাজোড়া চোখ আর বিরাট ঠোঁটের কারণেই দৃশ্যত এত ভয়ঙ্কর লাগে পোটো পাখিকে। মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এই সমস্ত পাখির দেখা মেলে। আগে একসময় অবশ্য ইউরোপেও দেখা মিলত এদের। পোটো পাখিদের গায়ের রং এবং দেহের আকার এমনই যে গাছের ভাঙা ডালের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে তারা। দীর্ঘক্ষণ কোনওরকম নড়াচড়া না করেই থাকতে পারে এরা। ফলে দূর থেকে দেখে তাদের গাছের ডালই মনে হয়। এরা বাসা বাঁধতে পারে না। ডিম পাড়ে গাছের কোটরে। এরা নিশাচর। খাদ্য মূলত বড় পোকা। পোটো পাখির কিছু প্রজাতি এখনও বিপন্ন তালিকাভুক্ত না হলেও গ্রেট পোটোর সংখ্যা কয়েক দশক ধরে ক্রমশই কমছে। বিশেষজ্ঞদের মতে, অরণ্য নিধনের ফলে কমে যাচ্ছে তাঁদের স্বাভাবিক বাসভূমি। স্থানীয় আদিবাসীরা অনেক সময় তাদের ধর্মীয় রীতিনীতির কারণে এই পাখি শিকার করেন। বেশ কয়েক বছর এই প্রজাতির দেখা না-মেলার পর বছর দুয়েক আগে এই পাখির পুনরাবির্ভাব ঘটেছে কলম্বিয়ার চিবোলো শহরে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। ভূতুড়ে পাখি পুরোপুরি বিলুপ্তির খাতায় চলে যাবে কিনা তা নির্ভর করছে মানুষের আচরণের উপরেই। 

............ 

#potoo #endangered bird #Ghost Bird #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

9

Unique Visitors

222570