কবিতা

কুরুক্ষেত্রের বদলে

রোহন রায় Sep 13, 2020 at 6:33 am কবিতা


ভেঙেচুরে যাচ্ছে, পার্থ, যা কিছু বিশ্বাস ছিল, সব -
যে বিশ্বাস আমার বলে ভেবে এসছি এতদিন, সে কার?
আনত অস্ত্রের পাশে ওই দ্যাখো কোজাগরী চাঁদ -
তার কোনও ক্ষাত্রধর্ম নেই, নেই সূচ্যগ্র মেদিনী।

বলিনি কখনও, কিন্তু যাবতীয় সত্যেরই তো আমি
কৃৎকলা জানি, সব সত্যই তো আসলে নির্মাণ;
ঈশ্বরেরও এ কথাটা মাঝে মাঝে খেয়াল থাকে না,
নিজের সত্যের হাতে দিব্যি লাগে বন্দিত্ববিলাস।

এইখানে এসো, এই মহাশমীবৃক্ষমূলে, দ্যাখো -
অকুণ্ঠ চন্দ্রমা এসে ধুয়ে দিচ্ছে ক্ষতের বনানী;
কোন সত্য, কোন ধর্ম দেখতে পাচ্ছ, পার্থ, চরাচরে?
আঘাতই সম্বল যার, তার মতো দুর্বল কে আছে!

মাটির যে সত্য, সে-ও স্থির নয় - অনিকেত। নীল।
একদিন সব পা-ই টের পেতে বাধ্য; তাই আজ
অনাহত মানুষের হাসিমুখ দেখতে দেখতে আমি
ঠোঁটের দিগন্ত থেকে পাঞ্চজন্য ফিরিয়ে দিলাম।

[ অলংকরণ – অভীক ]

#bengali #poem #rohan roy #abhik #বাংলা #কবিতা #রোহন রায় #অভীক

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

9

Unique Visitors

215869