বিনয় ও রৌদ্র
শুভংকর ঘোষ রায় চৌধুরী
Aug 2, 2020 at 3:23 am
কবিতা
রৌদ্রের গন্ধ পেলে আমার পুরোনো বন্ধুবিনয়ের কথা মনে পড়ে।বিনয়ের সঙ্গে রৌদ্রের সম্পর্ক এটুকুই –পথে বিনয় আমাদের জন্যঅপেক্ষা করত ছায়ায় নয়, রৌদ্রে দাঁড়িয়েআর তারপর, আমাদের দেখে যখন এগিয়ে আসতকিছুটা তামাটে সময়ের আঁচআর ধুলোর গন্ধ আমরা সবাই-ই পেতাম।বিনয় এখন অন্য কোথাও ছায়ায় দাঁড়িয়েকারও অপেক্ষা করে কিনা, কে জানে!করলেও, চিনব না। তার সমস্ত গন্ধএতদিনে রৌদ্রের হয়ে গেছে।
অলংকরণ - অভীক
#