আয়তনে বাড়ছে মানব-মস্তিষ্ক, বলছে গবেষণা
ক্রমশ বড় হচ্ছে মানুষের মস্তিষ্ক। এমনই দাবি করছে সাম্প্রতিক একটি গবেষণা।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই গবেষণা প্রকাশিত হয়েছে 'জামা নিউরোলজি' নামে একটি বিজ্ঞান পত্রিকায়। গবেষকদলের প্রধান বিজ্ঞানী ডঃ চার্লস ডেকার্লি। পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছর বয়সের তিন হাজার মানুষকে নিয়ে চালানো হয়েছিল এই পরীক্ষা। অংশগ্রহণকারীদের মস্তিষ্কের ছবি খুঁটিয়ে দেখে বিজ্ঞানীরা এমন দাবি করেছেন। তাঁদের পর্যবেক্ষণ বলছে, তিনের দশকে জন্মানো মানুষজনের তুলনায় সাতের দশকে জন্মানো মানুষদের মস্তিষ্কের আয়তন অন্তত ৬.৬ শতাংশ বেশি। হোয়াইট ম্যাটার ও গ্রে ম্যাটারের পরিমাণ যথাক্রমে ৮ ও ১৫ শতাংশ বেশি। এর পিছনে জিনের অবদানের সঙ্গে সঙ্গে রয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও জীবনযাপনের পরিবর্তন। মস্তিষ্ক আয়তনে বাড়লে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ও ডিমেনশিয়ার মতো সমস্যার আশঙ্কা কমবে বলে গবেষকেরা মনে করছেন।
...............
#Human Brain #Popular science #Neurology #silly পয়েন্ট