আমাদের সাক্ষাৎকার থেকে
আমাদের এই অদ্ভুত সাক্ষাৎকারগুলি ঘটে চলেলাল টেবিলটপের মধ্যাহ্নভোজনে, ম্যালের প্রসিদ্ধ সূর্যোদয়ে –সোনালি ঝাড়বাতি আমাদের মাথার ওপর; রেক্সিন বাঁধানো কালো অক্ষরে, মাশরুম বাগানে আর ভূতুড়ে আতাগাছে...আমরা লাফিয়ে ডিঙোই ভাঙা লোহার ব্রিজ,পায়ের নিচে টাটকা কুকুরের মৃতদেহ আমাদের নিয়ে যায় রেলপাড়ারপ্রান্তে ডোমবস্তির ভেতর, রক্তের শিরশির আওয়াজ থেকে আলো সৃষ্টি হতে দেখিসেই প্রবল ধূসরতায় অথবা অপরিকল্পিত খেলাগুলির একটা স্থির পরিণতি...ক্রমশ ঋজু ওরা মৃত মাংসের দাহ্যগুণে আরও মৃত মাংসের অপেক্ষায়সহজে আগুন ধরে যায় এমন সমান্তরালভাবে রাখা নরম মৃতদেহআগুনের হলকায় আবার আমাদের সাক্ষাৎ হয়মৃদু আলোর ক্যাফেটেরিয়া, ঝলসে ওঠা ক্যাফেটেরিয়াআমাদের শার্সির ওপারে মৌন মাংসের বিষ রেখে গেছে কেউআর এই স্ফীত আখ্যানগুলি আমাদের কোনও শেষ সাক্ষাৎকারে দেখে নেবে ভয়ার্ত ভেড়ার চোখে...
[ অলংকরণ : স্বর্ণাক্ষী ধর ]
#বাংলা #কবিতা #অনিকেশ দাশগুপ্ত #স্বর্ণাক্ষী ধর