ফিচার

উড়াল দেবে বৈদ্যুতিন গাড়ি : ক্যালিফোর্নিয়ার নমুনা পেল FAA শংসাপত্র

টিম সিলি পয়েন্ট July 21, 2023 at 7:52 pm ফিচার

হ্যারি পটারের দ্বিতীয় কাহিনিতে সেই উড়ুক্কু গাড়ির কথা মনে আছে তো? হগওয়ারটস এক্সপ্রেস মিস করে হ্যারি আর রন যে-গাড়িতে করে স্কুলে পৌঁছেছিল। সে-কাহিনি এবার সত্যি হতে চলেছে। FAA অর্থাৎ Federal Aviation Administration-এর শংসাপত্র পেয়ে গেল ক্যালিফোর্নিয়ার যানবাহন প্রস্তুতকারী সংস্থা Alef Aeronautics-এর আর্মাডা মডেল জিরো। ফলে বিশ্বের ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ বিদ্যুৎচালিত গাড়ি পাড়ি দিতে পারবে আকাশপথেও।

একটি সমীক্ষা জানাচ্ছে, ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একেকজন গাড়িচালক গড়ে ৫২ ঘণ্টা করে সময় কাটিয়েছেন ট্রাফিক জ্যামে আটকে থেকে। এতে জ্বালানির হিসেবে একেকজনের খরচ হয়েছে ৫৫০ ডলার এবং সময়ের হিসেবে খরচ হয়েছে ৮৭০ ডলার। নিউ ইয়র্ক বা শিকাগোর মতো চূড়ান্ত ব্যস্ত শহরে এই ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বাড়বে। আরও বেশি মানুষ শহরাঞ্চলে ঠিকানা খুঁজবেন। এছাড়া জীবাশ্ম জ্বালানি ক্রমশই শেষ হয়ে আসছে। পরিবেশের পক্ষেও তা চরম ক্ষতিকর। এইসব ভাবনা থেকেই গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিন উড়ুক্কু যানের পরিকল্পনা জনপ্রিয়তা পাচ্ছিল। Alef Aeronautics নামক সংস্থাটি যেমন ২০১৫ সাল থেকেই এই উড়ুক্কু গাড়ি তৈরির চেষ্টা শুরু করেছে। এর আগে তাঁরা জ্বালানি আর বিদ্যুৎ, দুই-ই ব্যবহার করে উড়ুক্কু গাড়ি বানিয়েছেন। কিন্তু এই মডেলটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত। 

কেন উড়ুক্কু গাড়ি? হেলিকপ্টারে কি কাজ হচ্ছিল না? সংস্থাটি বলছে, হেলিকপ্টার নির্দিষ্ট জায়গা (হেলিপ্যাড) ছাড়া অবতরণ করতে পারে না। তাই এই নতুন প্রস্তাবিত মডেল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই গাড়িতে এক বা দুজনের জায়গা হবে। সর্বোচ্চ গতি হবে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। নিজেদের ওয়েবসাইটে তাঁরা প্রি-বুকিংও নিচ্ছেন। গাড়ি ডেলিভারি করা শুরু হবে ২০২৫ সালে। 

যাতায়াতকে দ্রুত ও পরিবেশবান্ধব করে তোলাই তাঁদের এই নতুন গাড়ির লক্ষ্য, বলছেন আলেফ-এর মুখপাত্র জিম দুখোভি (Jim Dukhovny)।  

....................

ঋণ : freethink.com 

#electric flying car #Alef Aeronautics #Federal Aviation Administration #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

74

Unique Visitors

222745