ফিচার

আইআইটি কানপুরে 'ক্লাউড সিডিং'-এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা সফল

টিম সিলি পয়েন্ট June 23, 2023 at 8:11 pm ফিচার

ক্লাউড সিডিং এমন একটি কারিগরি পদ্ধতি যেখানে সিলভার আয়োডাইড, শুকনো বরফ ইত্যাদি বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে তোলা হয়। সম্প্রতি আইআইটি কানপুরের একটি গবেষক দল এই পদ্ধতির মাধ্যমে বৃষ্টিপাত ঘটানোর পরীক্ষায় সফল হল। ৫০০০ ফিটেরও ওপর গিয়ে একটি প্লেন থেকে ঘন মেঘের মধ্যে রাসায়নিক পাউডার স্প্রে করে বৃষ্টি ঘটানো হয়েছে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল (Manindra Agrawal)।


ক্লাউড সিডিং পদ্ধতি নতুন কিছু নয় তবে ভারতে এর নিজস্ব পরিকাঠামো এতদিন ছিল না। এই প্রকল্প রূপায়ণে কানপুর আইআইটি-র মোট ছয় বছর সময় লাগল। ভাবনার সূত্রপাত ২০১৭ সালে। উত্তরপ্রদেশ সরকার তখন বুন্দেলখণ্ডে কৃত্রিম বৃষ্টি ঘটানোর জন্য কারিগরি সহায়তা খুঁজছিলেন। চিন সে-সময় উত্তরপ্রদেশের মাহোবায় 'ক্লাউড সিডিং' পদ্ধতিতে বৃষ্টি ঘটানোর জন্য প্রতি বর্গকিলোমিটারে ১০.৩০ লাখ টাকা দাবি করে। প্রকল্পটি হিমঘরে চলে যায়। তখন থেকেই সরকারি মদতে আইআইটি কানপুরের নিজস্ব পরিকাঠামোয় এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু হয়। তবে সব তৈরি থাকলেও অনেকটা সময় গেছে এই প্রকল্প রূপায়ণের উপযুক্ত প্লেন ছিল না বলে। এখন খরাপ্রবণ এলাকায় এই পদ্ধতিতে বৃষ্টিপাতের জন্য তাঁদের পরিকাঠামো পুরোপুরি তৈরি, জানিয়েছেন মনীন্দ্র আগরওয়াল।    

................

#Cloud seeding #Rain #IIT Kanpur #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

4

Unique Visitors

219372