হাজার মাইল দূরে
রানা জামান
July 24, 2021 at 3:04 am
কবিতা
হাজার মাইল দূরে চর জাগলে পিঁপড়ে ঠিক পৌঁছে যায়ফাতনার জাদুতে কোনো মাছের রেহাই নেই এই গুণ এক হেলেনের প্রকৃতি প্রদত্তআগুনের টানে পাখাযুক্ত পিঁপড়ে পুড়ে ছাইআগুন পুড়িয়ে দেয় সবুজ বনও দুই কূল ভেঙে একাকার হয়ে যায় সর্বনাশি যমুনারতবুও জয়নুদ্দিনের আসে না চোখে ঝিলিক ওর ভেতরে কোজাগরের টানে উথাল পাথাল ঢেউপ্রচণ্ড খরায় নাড়িভুঁড়িতে হাজারো চাতক পাখিফরহাদ কলসির জল লাগায় না ঠোঁটেপরিশ্রমী কৃষক বিরান ভূমিতেও ফসল ফলাতে পারেতখন রোমিও বুকে নেবে মাছের কন্যাকেভরে যাবে ক্যাকটাসে বিস্তীর্ণ চর।
[ অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র ]
#বাংলা # কবিতা # রানা জামান # ঐন্দ্রিলা চন্দ্র