নববর্ষ কবিতা সপ্তাহ
আবার একটা নতুন বছর শুরু হলো বাংলায়। তার আগেই অবশ্য কলকাতায় মরুভূমি নেমে এসেছে। পুকুরের জল কমে গেছে অনেক। বারান্দায় ফেলে রাখা জলের পাত্রে যখন তখন ঝাঁপিয়ে পড়ছে দগ্ধ চড়াই।
চৈত্র শেষ । সন্ন্যাসীরা ঘরে ফিরছেন এবার। এইখান থেকে গ্রীষ্মের শুরু। পয়লা বৈশাখ।
ঘোষণা অনুযায়ী এই নতুন বছরের শুরুতেই আমরা সাজিয়েছি একগুচ্ছ কবিতার ডালি। সিলি পয়েন্টের নববর্ষ বিশেষ কবিতা সপ্তাহ।
লিখেছেন যশোধরা রায়চৌধুরী, হিন্দোল ভট্টাচার্য, পূর্বা মুখোপাধ্যায়, কুন্তল মুখোপাধ্যায়, বেবী সাউ ও বহতা অংশুমালী মুখোপাধ্যায়। এই আর্কাইভ পোস্টে থাকল প্রকাশিত সমস্ত কবিতার লিংক।
১) হাওয়াবাড়ি লেন - পূর্বা মুখোপাধ্যায়
২) একটি কবিতা - বহতা অংশুমালী মুখোপাধ্যায়
৩) সৌন্দর্যপ্রতারক - যশোধরা রায়চৌধুরী
৪) নাট্যশাস্ত্র - হিন্দোল ভট্টাচার্য
৫) লিরিকের বিপক্ষে - কুন্তল মুখোপাধ্যায়
........................
কবিতার অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র, রাহুল দত্ত
পোস্টার : বিবস্বান দত্ত