কবিতা

নাট্যশাস্ত্র

হিন্দোল ভট্টাচার্য April 14, 2023 at 9:18 pm কবিতা

..................

আঁচড়ে কামড়ে তুমি লীলাময়ী, মুখোশের পাশে
যে দেহ রয়েছে পড়ে, কাঁটাঝোপে, আধপোড়া শহর
দশহাজার লক্ষ দিন বছর পেরিয়ে ভাঙাচোরা।

এত যে হিংসার মতো নিষ্প্রদীপ শ্মশান তোমার
কিছু কিছু আগুনের ধুলোবালি রয়েছে লাঙলে।
সভ্যতা যেন বা ভূত, কুটোকাটা থাকে না কিছুই।

অসভ্য দৃষ্টির কাছে লজ্জা পায় যে ডেকেছে পিছু।
ক্ষতে লেগে আছে নুন, যন্ত্রণায় কথা না বলেই
তোমাকে বুঝেছি, তবু বুঝিনি এ উপাখ্যান কার?

আঁচড়ে কামড়ে তুমি লীলাময়ী, অশ্বমেধ ঘোড়া,-
খুরের শব্দের কাছে যে কোনও রাস্তায় পরস্পর
মুখোমুখি জানতে চায়, অন্ধকার কবে থেকে আসে?

জীবন, মোহিনী কিছু তেপান্তর পেরোনো বিষাদ।
থালাভর্তি স্বপ্ন খাও, পা বাড়ালে আত্মরতি, ফাঁদ।


.................. 

[অলংকরণ : রাহুল দত্ত] 



#নববর্ষ কবিতা সপ্তাহ #হিন্দোল ভট্টাচার্য #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

50

Unique Visitors

215832