কবিতা

দুটি কবিতা

অলোক সরকার Oct 28, 2023 at 7:45 pm কবিতা

...........................

তৃষ্ণা

সন্ধে নামে—

গাঢ় হয় রাত্রির কোলাহল

তিরতির গৃহ কাঁপে— ব্যর্থ পরিযায়ী ব্যাধ!


শিসধ্বনি বরাবর

হরিণেরা বাঘ বাঘ খেলে


ঝরনা খুলে রেখে দৃশ্য খায় খুব তৃষ্ণা পেলে!


........................... 


মড়া ফেরা

আপনি বিশ্বাস করছেন না আপনি মারা গেছেন! আপনার

চোখের সামনে আপনার দেহ চিতায় তুলে পোড়ানো হয়েছে

নাভিকুণ্ডলী গঙ্গায় বিসর্জন দিয়ে বিশুদ্ধ শাস্ত্রমতে আপনার

শ্রাদ্ধশান্তিও সমাপ্ত। তবুও আপনার চারপাশে আপনি

ঘোরাঘুরি করছেন! লোভী চোখ এবং জিহ্বা এখনও ছুরির

ফলার মতো জ্বলে উঠছে। আপনার দিন অবসিত। তবুও

ফিরতে চাইছেন প্রাণপণে। মায়ায়, মোহে। আমরা জানি,

ইহলোকের প্রতি আপনার কী ভীষণ স্নেহ, মমতা!

তবুও প্রেতলোক থেকে ফিরে আসা মানুষকে গ্রহণ করবার—


মন্ত্র আপনার সন্ততিরা এখনও শিখে উঠতে পারেনি! 


........................... 




আরও পড়ুন : বধ্যভূমি / তমোঘ্ন মুখোপাধ্যায়

........................... 
[অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র] 

#কোজাগরী কবিতা সপ্তাহ #কবিতা #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

35

Unique Visitors

219089