কবিতা

ইনফিনিটি

সোহিনী দাস Sep 3, 2022 at 4:34 am কবিতা

অন্ধকার থেকে উঠে আসছে যে উত্তরাধিকার, বীজ...
মন্ত্র দিও তার কানে।
শান্ত কণ্ঠে বোলো, পথ অনেক বাকি আরও।
এ পৃথিবীর অনিঃশেষ আলো জল বায়ু, যা কিছু প্রাকৃত...
ফুরিয়ে ফেলার আগে ভেবো, রাস্তা বাকি রয়ে গেল ঢের।


এত কথা, আরও কথা... যুগযুগান্তের শব্দ, ব্রহ্ম যত
বুকের উপর ভারী হবে ক্রমে আরও,
তুলোর বস্তা বৃষ্টিতে-ঝর্নায় ভিজে
তোমাকেও করে তুলবে আরও ন্যুব্জ, ক্লান্ত
ভারবাহক কোনও...


অতএব পথ আরও পিচ্ছিল, পাথরে পাথরে আঁকা।
ধাক্কা লেগে রক্তের দানা ছিটকে উঠবে পাঁজরে।
ব্যথা গাইবে গান সমগ্র শরীরে।
মহাকাল, এই বিষণ্ন আয়ুরেখা দেখবে তোমায়
ছানি ভর্তি চোখে চেয়ে। ছুঁড়ে দেবে আশীর্বাদ।


আর কিছু নয়। এসব রিয়েলিটি শোয়ের সম্প্রচার মাত্র।
ঊনষাট মিনিটের মাথায় থার্ড বেল, তার পরে
যৌবন, রক্তপলাশ আর ভূখণ্ড হাতে নিয়ে
তুমি এগিয়ে যাবে খেলার ঠিক অন্তিম ধাপে।
ওইটুকু পেরোতে পারলেই আঁতুড়-অন্ধকার, জন্মমুহূর্ত...



ওই খেলায় জিতে যেতে পারলেই
ইনফিনিটি... হায় অনন্ত... হায় রে অবিনশ্বর জীবন।


অলংকরণ: বিবস্বান 

আরও পড়ুন : সাম্প্রতিক পাঁচটি কবিতা/ পিয়াস মজিদ

#কবিতা #সোহিনী দাস #সিলি পয়েন্ট #বিবস্বান

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

34

Unique Visitors

219080