দিন ও লিপি (সম্পূর্ণ)
বিবস্বান দত্ত
Dec 2, 2021 at 10:15 am
সিরিজ
"আলুথালু অবিন্যস্ত সময় কখনও গুছিয়ে নেওয়ার দরকার পড়ে। সে প্রয়োজন হঠাৎ আসে, নয়তো আমাদেরই বুঝে নিতে হয়। নিচু হয়ে বেঁধে নিই জীবনের ফিতে। ফোঁটা ফোঁটা মুহূর্ত জমে, বয়সের নয়ানজুলি ভরে ওঠে। একেই কি বলে পরিণত হয়ে ওঠা? ম্যাচিওরিটি?" সিলি পয়েন্টের পাতায় পাঁচ কিস্তিতে প্রকাশিত হয়েছিল বিবস্বান দত্তের গদ্য 'দিন ও লিপি'। ধারাবাহিক নয় ঠিক - নিবিড় এক সামীপ্যসূত্রে জুড়ে থাকা কিছু ছেঁড়া ছেঁড়া অনুভব বলাই যথাযথ। এই আর্কাইভ পোস্টে পাঁচটি কিস্তি একসঙ্গে রইল।
...........................
[অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র]
#দিন ও লিপি #গদ্য #বিবস্বান দত্ত #সিলি পয়েন্ট #ওয়েবজিন