ফিচার

“জরুরি পরিস্থিতি চলছে ভারতে” : সাহিত্য একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন নন্দ খারে

টিম সিলি পয়েন্ট Mar 21, 2021 at 5:34 am ফিচার

সাহিত্যক্ষেত্রে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলির একটি হল সাহিত্য একাডেমি পুরস্কার। বলা বাহুল্য, যে কোনও সাহিত্যিকের কাছে এই পুরস্কার অত্যন্ত সম্মানজনক এবং গর্বের। কিন্তু এই সাহিত্য একাডেমি পুরস্কারই সম্প্রতি প্রত্যাখ্যান করেছেন মারাঠি সাহিত্যিক অনন্ত যশবন্ত খারে, যিনি নন্দ খারে নামে সমধিক পরিচিত। কারণ? তাঁর মতে, এই সরকারের আমলে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নেই।

২০১৪ সালে প্রকাশিত 'উদ্যা' উপন্যাসের জন্য এ বছর মারাঠি ভাষায় সাহিত্য একাডেমির মনোনয়ন পেয়েছিলেন খারে। এই উপন্যাসের প্রেক্ষাপটে খারে এমন এক সময়কে রেখেছেন, যখন মানুষ প্রযুক্তি এবং যন্ত্রসভ্যতার ক্রীতদাস হয়ে পড়েছে। এই উপন্যাসে আগাগোড়া এক ডিস্টোপিয়ান চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। আসলে আগামী দিনের অন্ধকার সময়কেই চিনিয়েছেন খারে তাঁর উপন্যাসে।  কিন্তু পুরস্কারের মনোনয়ন ঘোষণার খবর পাওয়া মাত্রই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছেন বর্তমান অস্থির সময়ের কথা। রাজনৈতিক দিক থেকে বৃহত্তরভাবে বামমনোভাবাপন্ন এই সাহিত্যিক মনে করেন, সাহিত্য শূন্যমার্গে সৃষ্টি হয় না, সাহিত্য রচনাও একটি রাজনৈতিক কাজ, যা দেশ-কাল ব্যতিরেকে কখনও হতে পারে না।

ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করলেও নন্দ খারে শেষপর্যন্ত সাহিত্যকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি মনে করেন যে, সাহিত্যিক মাত্রেই একটি মহৎ ভাবাদর্শে বিশ্বাসী হওয়া দরকার। ভারতবর্ষের গণতন্ত্র এবং বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সাম্প্রতিক বয়ানেও তিনি জানিয়েছেন, ভারতীয় সংবিধানে লেখা আদর্শের কথাগুলো আজ কার্যকারিতা হারিয়েছে, এখন তা নিষ্প্রাণ লিপিমাত্র। তাঁর কথায় উঠে এসেছে ভীমা কোরেগাঁও মামলার কথা, যে মামলায় সাহিত্যিক ভারভারা রাও, অধ্যাপক সোমা সেন সহ কয়েকজন বুদ্ধিজীবী গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার সমালোচনা করে খারে বলেছেন ইউএপিএ আইনের সংশোধন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। খারে তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন তাঁর বক্তব্যে। তিনি বলেছেন, এক সময়ে ভিন্ন আদর্শে বিশ্বাসী হলেও মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল, ভিন্ন মতাদর্শের মানুষের সহাবস্থানও দুর্লভ ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সংস্কৃতি ভারতীয় ঐতিহ্যের পক্ষে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। বর্তমানে মানুষ যেন এক অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আদ্যন্ত সমাজ-সচেতন এবং সামাজিক এই মানুষটির কিন্তু কোনও আন্তর্জালিক সমাজ-মাধ্যমের সঙ্গে বিন্দুমাত্রও সম্পর্ক নেই। খুব সচেতনভাবে এখনও তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন।

আরও পড়ুন : কবিতা আর জীবনকে মেলাতে পেরেছিলেন বিপ্লবী কবি চেরাবান্দা রাজু 

এর কয়েক বছর আগে নন্দ খারে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান 'জ্ঞানপীঠ'ও ফিরিয়ে দিয়েছিলেন। এবার সাহিত্য একাডেমি প্রত্যাখ্যান করে তিনি আবার বুঝিয়ে দিলেন যে তিনি কোনওরকম সরকারি পুরস্কার গ্রহণ করতেই আগ্রহী নন। তিনি নিজেই জানিয়েছেন, মানুষের ভালোবাসাই তাঁর জন্য সবচেয়ে বড়ো পুরস্কার, যা তিনি অকাতরে পেয়েছেন। তাই আর কোনও আনুষ্ঠানিক পুরস্কারের প্রয়োজন নেই তাঁর।           

........................

                                         

#Anant Yashwant Khare #Nanda Khare #Marathi literature #Sahitya Akademi Award #Udya #নন্দ খারে #বাকস্বাধীনতা #রাজনৈতিক অস্থিরতা #সাহিত্য একাডেমি #জ্ঞানপীঠ #টিম সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

21

Unique Visitors

214983