দ্বিমাত্রিক
ঋজুরেখ চক্রবর্তী
April 10, 2021 at 4:14 am
কবিতা
এক হাতে অকপটে নিঃস্ব হতে হতেঅরন্তুদ অন্য হাতেযে পারে করুণ পদে অমোঘ নির্মম সুরারোপ,তুমি তাকে সন্ন্যাস শেখাতে চেয়ে সুখী হতে পারো?অনেক মৃত্যুর পর মাঝেমাঝে কখনো-সখনোবিজ্ঞাপন বিরতির মতো দীর্ঘ একঘেয়ে ক্লান্ত অবসরেএকটা-দুটো নবজন্ম ঘটে।তুমি সেই তিতিক্ষায়ঊনকোটি আয়ুষ্কাল বাজি রেখে শান্ত বসে আছ,যেন তুমি সফল না হলেপর্ণমোচী অভিমানে চিরহরিতের রূপ নেবেঅথবা অবগাহন বৃথা যাবে কলঙ্কপ্রবণ মধুমাসে!এক হাতে সীমারেখা এঁকে নিতে নিতেযে পারে অপর হাতে অধ্যাদেশ ছিঁড়ে ফেলে দিতে,তুমি তাকে ক্ষাত্র অধিকারে ভেঙে জয়ী হতে পার?
[ অলংকরণ: বিবস্বান ]
#বাংলা #কবিতা #দ্বিমাত্রিক #ঋজুরেখ চক্রবর্তী