সফর
স্বপন ভট্টাচার্য
May 29, 2021 at 6:27 am
কবিতা
একটা সতেজ ঘোড়া এসে দাঁড়াল দরজায়,আমি জকিসুলভ বেশভূষা নিয়ে তাতে চড়ে বসি,সে কিছুটা দৌড়ে রপ্তকিছুটা অমোঘ তার আকাশে উড়ান।আজকাল এভাবেই শহরে টহল দিয়ে থাকি,এইভাবে মাঝেমাঝে দেশ-দেশান্তর,ঘোড়াকে জাবর দিই, আমিও দাওয়াত নিই,আমার আত্মীয় সকলেইশুধুমাত্র ভুনা গোস্ত বিরিয়ানি খান। ফিরে এসে রোজকার মতঘোড়াখানা আস্তাবলে বেঁধে রেখে আসিকাল যেন কোথায় যাবার কথা আছে,ঘোড়া জানে।
[ অলংকরণ: বিদিশা বিশ্বাস]
#বাংলা #কবিতা #স্বপন ভট্টাচার্য #বিদিশা বিশ্বাস