স্বর ও ঋতু
অর্থিতা মণ্ডল
Aug 2, 2020 at 3:19 am
কবিতা
স্বরএকবার এসো তবে মুছে ফেলি শোকপ্রবালে আগুন জ্বলে, ভেসে গেছে সংসারএখন আর সং নই কেউ শুধু প্রাকৃতিক হেঁটে যাওয়া। বল্কল পরেছি দেখো কত সুখ এ শরীর ধরেকিছুই নির্দিষ্ট নয়, তবু আছে অপাপ অনিশ্চিত ভূমিতোমার প্রবাহে ডুবে যাই শঙ্খনিনাদ ধ্বনি
ঋতু নিষাদের কালো রং আমি অরণ্যচারীনা হয় বৃহন্নলা জাগুক ,গণিকার ঘরে আজ স্বয়ং ঈশ্বরভুলে যাই যাত্রাপালা বিবাহের আচার নীতিপ্রেম আনো, বঁধুয়া গণিকা ঈশ্বরীআমার কপালে জাগে নিষাদের রক্ত তিলকনিষাদের নিষাদি এক গলিত লাভায় ভাসে সমাজ শিকল
অলংকরণ - অমৃতা চক্রবর্তী
#কবিতা