জোয়ার
হিন্দোল ভট্টাচার্য
Sep 5, 2020 at 3:43 am
কবিতা
সমুদ্রফেনার মতো তুমি কত গুহা ও খাঁড়ির এখনও রহস্য আঁকা হয়নি কোনও মানচিত্রে জানি কীভাবে পৌঁছবে ডিঙি পুরনো প্রবাদ মনে রেখে? আমি তো তেমন ভাল সাঁতারের কৌশল শিখিনি অসংখ্য হাঙর আর শিকারী মাছেরা ঘাই মারে তুমি ওই লতাপাতা গুল্ম আর সুন্দরী গাছের বদ্বীপ নির্জন করো, আমি আসব ভরা কোটালের যখন গর্জন আছড়ে পড়ে শুধু শিকারী গুহায়...এখন কোথাও কোনও বাঁধে আর মন দেওয়া নেই এখন কুমীরডাঙা খেলা দেখলে সারসের মতো তোমার মানচিত্র থেকে একটি দুটি মাছ তুলে নেব আমার সমস্ত ডিঙি ভেসে যাবে আদিম খাঁড়িতে...তোমার সুনামি শুনব, তক্ষকের প্রাচীন ভাষায় সমুদ্রফেনার মতো, মরা কোটালের চরাচরে পড়ে থাকব আমরা মুখ গুঁজে নুন,বালি ও শামুখে...
[অলংকরণ : শুভংকর বন্দ্যোপাধ্যায়]