বিছানা
রুবেল মণ্ডল
Sep 13, 2020 at 6:38 am
কবিতা
ভরা শ্রাবণে দেখেছিদাঁড়িয়ে থাকা পাটগুলো জলে শুইয়ে দিতে।ঠিক যেভাবে নিজের ছোট মেয়েকে শুইয়ে দেয় কেউ।কখনও আবার দু-দণ্ড জিরিয়ে নিয়েছি ছায়ায়গঙ্গাপাড়ে বাউলের ছাউনিতে বসেশুনেছি গান,বুঝেছি জীবন সাধনা।সংসার বলতে তো কিছু নেই আমার...জীবন সঁপেছি মাঝির নামেসৃষ্টিকে ভালোবেসেছি বলেসন্তান হয়ে জন্মেছে একটা গাছ।দয়ালের কাছে কেঁদে কেঁদে অবশেষেখুঁজে পেয়েছি একটা বটের বেওয়ারিশ ছায়া -সাতপাঁচ ভেবে সেখানেই কবর খুঁড়ে এসেছি;সময় হলে শুয়ে পড়া যাবে।
[ অলংকরণ – ঐন্দ্রিলা চন্দ্র ]
#বিছানা #রুবেল মণ্ডল #কবিতা #bengali #poem #rubel mondal #aindrila chandra #ঐন্দ্রিলা চন্দ্র