কবিতা

একা বসে

সিদ্ধার্থ বসু Nov 15, 2020 at 6:08 am কবিতা

১.
অসহ্য কষ্টের কথা ভাবি আমি
তিলমাত্র আনন্দের কথা
ছায়াঢাকা গ্রস্ত নীরবতা

সুখ নিয়ে দুঃখ নিয়ে পথে পথে ছড়ানো পাথরে
আমার শরীরী মন আছাড়িপিছাড়ি খেয়ে মরে


২.
তুচ্ছ হল সব কথা
বিক্রি হয়ে গেল বসবাস
অন্যের জীবন বাঁচি
এই শ্বাসে অন্যের প্রশ্বাস

চমকে উঠি আমি আর আমার অপর

এই তবে বহমান?
চিরায়ত ঘর-বার-ঘর?



৩.
অল্প শীতে, লেপের নরমে
প্রতিটি পেশীর শ্রমে, কী মেদুর ওম জমে জমে
ফিরে আসে এই জন্ম
মাটি দিয়ে মৃত্যু দিয়ে গড়া

আমাকেই ক্ষয়ে ক্ষয়ে আমি যোগ করা

৪.
সুর কাজ করে
মালতী ফুলের গন্ধে কোন জন্ম ডাকে
কে আমার সাথী ছিল
কে যে আজ পর
ভিত খুঁড়ে দেওয়া কষ্ট
হাত পেতে নিতে ইচ্ছে করে

সুর
স্মৃতিভারাতুর


অলংকরণ : অভীক

#বাংলা #কবিতা #সিদ্ধার্থ বসু #Bengali #Poem

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

18

Unique Visitors

219123