একা বসে
সিদ্ধার্থ বসু
Nov 15, 2020 at 6:08 am
কবিতা
১.অসহ্য কষ্টের কথা ভাবি আমিতিলমাত্র আনন্দের কথাছায়াঢাকা গ্রস্ত নীরবতাসুখ নিয়ে দুঃখ নিয়ে পথে পথে ছড়ানো পাথরেআমার শরীরী মন আছাড়িপিছাড়ি খেয়ে মরে২.তুচ্ছ হল সব কথাবিক্রি হয়ে গেল বসবাসঅন্যের জীবন বাঁচিএই শ্বাসে অন্যের প্রশ্বাসচমকে উঠি আমি আর আমার অপরএই তবে বহমান?চিরায়ত ঘর-বার-ঘর?৩.অল্প শীতে, লেপের নরমেপ্রতিটি পেশীর শ্রমে, কী মেদুর ওম জমে জমেফিরে আসে এই জন্মমাটি দিয়ে মৃত্যু দিয়ে গড়াআমাকেই ক্ষয়ে ক্ষয়ে আমি যোগ করা৪.সুর কাজ করেমালতী ফুলের গন্ধে কোন জন্ম ডাকেকে আমার সাথী ছিলকে যে আজ পরভিত খুঁড়ে দেওয়া কষ্টহাত পেতে নিতে ইচ্ছে করেসুরস্মৃতিভারাতুর
অলংকরণ : অভীক
#বাংলা #কবিতা #সিদ্ধার্থ বসু #Bengali #Poem