সরল কবিতা
মেঘনা চক্রবর্তী
Sep 6, 2020 at 3:29 am
কবিতা

চুল থেকে বাগান ঝরে পড়ছে
পিঠ জুড়ে চক্কর কাটছে
হরিদ্রাভ রোদ,
ছাদ থেকে ভেসে যাচ্ছে
ভোঁকাট্টা ঘুড়ির ঘ্রাণ
যে ঘ্রাণের নিশান
না-কথা বলার উদ্ভাসে
চুপ করে বসে দেখে
তোমার চামড়াতলির
নিরপেক্ষ যৌন ইমেজারি...।
[অলংকরণ : অভীক]
#poem #কবিতা #মেঘনা চক্রবর্তী