কবিতা

সমুদ্রকথা

সবর্ণা চট্টোপাধ্যায় Nov 25, 2023 at 4:46 am কবিতা

...............................

তোমারই মতো বদলে যাচ্ছে সমুদ্রও 

কালো জলে মরা মাছ -

নুলিয়ার শীর্ণ শরীরে একফালি চাঁদের আলো,

ভরা আঁধারে একমাত্র জ্যোৎস্না!

কেটে যাওয়া আঙুলে ভিজে ব্যান্ডেজ বেঁধে

জলে নামে মা ছেলে ও বাবা।

হাসির ভেতর কত নুন,

ধুয়ে যায় জল।

ছেলেটা চড়ুই পাখির মতো লাফায় প্রতিটা ঢেউয়ে ।

রোদ আরও চড়া হয়ে ওঠে।

গায়ে হাত পায়ে চটচট করে নুনবাতাস

ঘাম শুকায় না -

বন্ধ এসি ঘরেও ঘেমে যায় মেঝে।

ক্লান্তি শুয়ে নিস্তেজ বিছানায়,

মুখে জলের ছিটে,

সমুদ্রকে আটকে রাখা যায়?

বড়ো বড়ো পাথরে টুকরো হয় কাচের মতো জল -

যেন এক গোটা উপন্যাস কুটি কুটি করে বাতাসে উড়িয়ে

দিচ্ছে কোন বিরহিনী!


.............................

[অলংকরণ : বিবস্বান]  

#কবিতা #বাংলা কবিতা #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

24

Unique Visitors

215796