অ-রাজন
প্রিয়া সামন্ত
July 12, 2020 at 7:56 am
কবিতা
সমস্ত বৃষ্টির ছায়াযেন এক অবিশ্রান্ত দোলক
আমরা কথা বলি অথচ তেমন ভাষা ফোটে নাগানের সুর থেকে দূরে চলে যায়আভূমিপ্রণত সারল্য
পায়ের পাতার কাছে থমথমেমৃত্যুর অলংকার, সজ্জা
বিন্যাস ভেঙে গেছে অক্ষরমালায়ভাঙা গান ফেলে গেছে ভাঙা বাঁশির বিলাপ।
সময়ের পশ্চিমে ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘরথের চাকার পাশে উঠে দাঁড়াচ্ছেকোনো এক কবচকুন্ডলের মানুষ।
[ অলংকরণ : বিবস্বান দত্ত ]
#কবিতা