কবিতা

প্রেমের কবিতা

দেবায়ন চৌধুরী Nov 1, 2020 at 8:38 am কবিতা



হঠাৎ খুশির মতো দুর্ঘটনা
জলের হাওয়ায় মন ভিজে যায়
বিকেলের ছায়া নামে গলির উঠোনে
সংগোপনে ছাদে উঠে পড়ে ঘুড়ি লাটাই
যাই বলেও ফিরে আসতে হয় নিরুচ্চার

জলের রেখা কপাল ছুঁলে সিঁদুর
প্রতিটি রক্তপাত যেন অলৌকিক তৃষ্ণা
ছুঁয়ে দিস না বলে নিরুদ্দেশ নদী

তাহারা কোনোদিন সুখে বাস করিবে না



আঁধার যেভাবে আসে, সেভাবে তুমি আসো না কেন?


অলংকরণ : অভীক

#বাংলা #কবিতা #Silly পয়েন্ট #প্রেমের কবিতা

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.