কবিতা

জীবনধর্ম

অদিতি বসুরায় Sep 26, 2020 at 4:05 am কবিতা

আসার জন্য প্রতিবার এই যাওয়া – একে তুমি বলো ‘জীবনধর্ম’
আমি দেখি, ধনুর্বাণহীন এক তিরন্দাজ অসহায় 
মাথা কোটে।
- তোমার পায়ে। 
একে তুমি ডাকো, ‘জেদ’
তোমার চোখে পড়ে না, জ্বরতাড়িত শরীর 
তোমার নজর এড়িয়ে যায় মেঝেতে লুটিয়ে থাকা গভীর রাত
রক্তপাতের গন্ধ ঢাকতে, ফুল কেনা তোমার বহুকালের অভ্যাস! 



অসুখও তোমাকে দেয়নি আমায় –
সুতরাং, বানানো গল্পের আড়ালে রাগের উদ্যত ফণা 
ভায়োলিনে ভুল সুর এবং
আমি জানতাম, খেলা ঘুরছে –



একে তুমি ‘জীবনধর্ম’ নাম দিয়েছ 
আমি পড়তে শিখেছি, 
মুদ্রার অপরপিঠের আলোর পদ্যটিকে। 



[ অলংকরণ – অভীক ]

#কবিতা #poem #অদিতি বসুরায়

  • TITAS BANERJEE
    Sep 26, 2020 at 7:16 pm

    ভীষণ ভালো লাগল

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.