কোজাগর
সৃজিতা সান্যাল
Oct 27, 2023 at 6:56 pm
কবিতা
...........................
রাত্রি বর্বর আর দেবী আসে অরণ্যনগরে কিরাতের দেবী, তাঁর রক্তচোখ, কোটর নির্ঘুম কেটে যাচ্ছে নেশা কোনও সুপ্রাচীন পাথরের স্নেহে অনাদৃতা বন্ধ্যা জমি, গায়ে তার তিক্ত পৌরুষদেবীও কঠিন, নেই বরাভয়, অভয়মুদ্রারাঅদৃশ্য হয়েছে শেষে আছে শুধু শাণিত খর্পরক্ষুধিত আকাশ জুড়ে বন্য ও উদ্দাম চাঁদমাদলের শব্দ, জাগে পুরবাসী? নাকি ও শিকার?ক্ষুধা ও খাদক জাগে, একইরাত্রে, কোজাগর নাম।
..........................
..............................
[অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র]
#কোজাগরী কবিতা সপ্তাহ #কবিতা #সিলি পয়েন্ট #bengali portal
Kanchan
ভয়ের কবিতা।