কাঁথা
বর্ণালী কোলে
Sep 20, 2020 at 4:28 am
কবিতা
বর্ষার ঘন মেঘ। ঘাস, লতাগুল্মের মায়াক্লান্ত আঁখি।মাঠে আউশের কাজল। এরই মাঝে একজন নারী,ফলবতী বৃক্ষের মতো ন্যুব্জ।শ্যামলী, তোমার কাছে একটি পুরোনো সুতোর শাড়ি?ঝুমা, তোমার কাছে একটি পুরোনো সুতোর শাড়ি? পরিদের রূপ দেখার মতো সে এখন মুগ্ধ, কেবলি রুপো রংআলো, তারই মধ্যে হাত বাড়িয়ে সেতার টালির চালে লুটানো ডালের একটিমাত্র পাতিলেবুশ্যামলীকে দিয়ে দিল। না, না, এবার আর পয়সা লাগবেনা… সে এখন বিভোর… নক্সা, রঙবেরঙের সুতো, সূচীকাজ… কাঁথা বুনতে হবে, ছোট ছোট কাঁথা। সামনের শীতেই নতুনশিশু…অবোধ… পিটপিট করে তাকাবে মহাকাশ… তারমিঠির সন্তান… পেয়ারা পাতা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ও গাভীর গাঢ়চোখের স্নেহ-মেশানো অন্ধকার। আদরের ছাউনির মধ্যে দোলনা, আঙিনায় দীপ, নতুন জননী…
[অলংকরণ: সৌরভ রায়]