ঘর
হাসান রোবায়েত
Aug 30, 2020 at 3:40 am
কবিতা
কিভাবে যে আসতে পারি ঘরে সমস্ত পথ অন্ধ, ম্রিয়মাণ ভাঙলো বাতাস খোঁপায় মূর্চ্ছাহতআঙুল ভরে ফুটলো অভিমানকার তালাকের শব্দ হলো দূরে নতুন বউয়ের ছিঁড়লো শাড়ির পাড় বাদামগাছের পাতাও যেন কাঁদেশূন্য হাওয়ায় কিসের অধিকার—?ভেজা ছাতার সেলাই খুলে গিয়েতোমার মুখের উঠলো মায়া কেঁপেহঠাৎ যেন বন্ধ হলো গান বৃষ্টি এলো সারা জীবনব্যেপে হাওয়াই মিঠাই রঙ করা সেই জামারিক্সা করে রাস্তা পারাপার গ্রিলের লোহা জাপটে ধরে দেখি সিঁদুরমাখা পড়ন্ত সংসার—তোমার হাতে ঘুমায় সেলাইমেশিনআমার শার্টে শূন্য বোতাম পাতাবৃষ্টি এলে স্মরণ করে দিও স্বামীর হাতে নতুন কেনা ছাতা[ অলংকরণ : সৌরভ রায় ]
#কবিতা #হাসান রোবায়েত #সৌরভ রায়