কবিতা

রূপকথা

উৎসব রায় Oct 3, 2020 at 4:09 am কবিতা

সময়কে বৃত্তাকার কল্পনা করে
ছেঁড়া হাওয়ায় উড়ে গেছে যে ক্যালেন্ডার,
সন্ধের লতানে সিঁড়ি ধ্রুবতারার দিকে উঠে গেলে
এ জন্মের অনন্ত শিরাধমনি পেরিয়ে, অন্ধকারে
অচেনা অলিন্দে ফিরে আসে যে শোণিত,



দুই হৃদয়ের দূরত্ব বেয়ে
অনন্তকাল ধরে হেঁটে আসে
সে এক অপূর্ব রাজাধিরাজ –



এদের সক্কলকে আমি কেবল
তোমার আমার রূপকথা শোনাই।





[ অলংকরণ – স্বর্ণাক্ষী ধর ]

#কবিতা #poem #উৎসব রায় #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

3

Unique Visitors

215859