খাট
তিতাস বন্দ্যোপাধ্যায়
July 12, 2020 at 10:56 am
কবিতা
টিকটিকি আর ঘড়ির কাঁটাদের ডাকআলাদা করতে পারি না।একা অথচ আরও কেউ যেন বসে আছে পাশে।দিদিমার বলে যাওয়া গল্পেরা খুকখুকে কাশির মতোমিশে যায় খাটের নীচ থেকে আসা রাক্ষসের গানে।
বৈবাহিক জীবন সুখের হয়নি তাইকোনো এক দম্পতি এই খাট বিক্রি করে দিয়েছিলেন কম দামে।
[ অলঙ্করণ : স্বর্ণাক্ষী ধর ]
#কবিতা