কবিতা

বিরহবেলা

রিনি গঙ্গোপাধ্যায় Mar 6, 2021 at 8:20 am কবিতা


তার বিরহবেলা জুড়ে সে প্রতিটি ল্যাম্পপোস্টের গায়ে গেঁথে রেখেছিল সেই দুটি চোখ
যে চোখের কমলা আলোয় সে একদিন দেখেছিল শিশু সূর্য
তার অন্বেষণের হাল হকিকত ধরে রাখা ছিল সেই দু চোখে
উপত্যকা জুড়ে ছায়াদের এলোমেলো ওড়াউড়ির কণাখানি সঞ্চয় মিলেছিল সেই দু চোখে
সে চোখের মায়া ঠায় দাঁড় করিয়ে রেখেছিল চিল ছেঁড়া রোদে
ঝলসানো রোদকে উষ্ণতা ভেবে পুড়তে পুড়তে পার করা গেছিল বছর কয়েকের বসন্ত
তারপরও রাজপথ বাইলেনে হেঁটে অন্ধ হলে
উপত্যকার রোদেরা মুচকি হেসে পাশ ফিরে শোবে
ঝলসে যাওয়া চোখে নোনা বালি রগড়ে দেখা যাবে কারা যেন ল্যাম্পপোস্টে লাগিয়েছে নতুন রঙের পোঁচ
নাম দিয়েছে সামাজিকতা।



স্বাদকোরকে পড়েছে কার চলে যাওয়ার ছাপ
নোনা জল তাই অনায়াসে তেষ্টা মেটায়
আজকাল থাকি রাধাচূড়া মাখা গন্ধে
মনখারাপ আর মনে থাকে না তাই
আলো পড়লে চোখ বুজি না আর
ঝলসানো চোখে ফিকে হয়ে যায় বিষণ্ণতার ধার
হাতের তালুতেও সময় বাঁধা পড়ে
বলিরেখা জুড়ে থাকে কাটাকুটি খেলা
মর্মর ধ্বনি শুনে বুঝি এইবার
ডাক এসেছে শ্মশানের অভিমুখে।




অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র

#বাংলা #কবিতা #রিনি গঙ্গোপাধ্যায় #ঐন্দ্রিলা চন্দ্র

  • নবনীতা
    Mar 6, 2021 at 12:24 pm

    অপূর্ব... মুগ্ধতার রেশ রয়ে গেল কবি!❤️

  • নবনীতা
    Mar 6, 2021 at 12:24 pm

    অপূর্ব... মুগ্ধতার রেশ রয়ে গেল কবি!❤️

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

44

Unique Visitors

225540