বিরহবেলা
১তার বিরহবেলা জুড়ে সে প্রতিটি ল্যাম্পপোস্টের গায়ে গেঁথে রেখেছিল সেই দুটি চোখযে চোখের কমলা আলোয় সে একদিন দেখেছিল শিশু সূর্যতার অন্বেষণের হাল হকিকত ধরে রাখা ছিল সেই দু চোখেউপত্যকা জুড়ে ছায়াদের এলোমেলো ওড়াউড়ির কণাখানি সঞ্চয় মিলেছিল সেই দু চোখেসে চোখের মায়া ঠায় দাঁড় করিয়ে রেখেছিল চিল ছেঁড়া রোদেঝলসানো রোদকে উষ্ণতা ভেবে পুড়তে পুড়তে পার করা গেছিল বছর কয়েকের বসন্ততারপরও রাজপথ বাইলেনে হেঁটে অন্ধ হলেউপত্যকার রোদেরা মুচকি হেসে পাশ ফিরে শোবেঝলসে যাওয়া চোখে নোনা বালি রগড়ে দেখা যাবে কারা যেন ল্যাম্পপোস্টে লাগিয়েছে নতুন রঙের পোঁচনাম দিয়েছে সামাজিকতা।২স্বাদকোরকে পড়েছে কার চলে যাওয়ার ছাপনোনা জল তাই অনায়াসে তেষ্টা মেটায়আজকাল থাকি রাধাচূড়া মাখা গন্ধেমনখারাপ আর মনে থাকে না তাইআলো পড়লে চোখ বুজি না আরঝলসানো চোখে ফিকে হয়ে যায় বিষণ্ণতার ধারহাতের তালুতেও সময় বাঁধা পড়েবলিরেখা জুড়ে থাকে কাটাকুটি খেলামর্মর ধ্বনি শুনে বুঝি এইবারডাক এসেছে শ্মশানের অভিমুখে।
অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র
#বাংলা #কবিতা #রিনি গঙ্গোপাধ্যায় #ঐন্দ্রিলা চন্দ্র