পরিশিষ্ট
বিবস্বান দত্ত
June 12, 2021 at 9:33 am
কবিতা
আগুন যে কাকে নেয়কার দিকে বাড়ায় আঙুলনিকোনো উঠোন ছোঁয়পড়ন্ত বিকেলের দেহওই দ্যাখো শব যায়ওই দ্যাখো রাত্রিমিছিলএকা একা চলে যায়নির্ভীক আমপল্লবতার তো ফলনদিনগাছে গাছে কিশোরীর আলোসব ছেড়ে তবু একাকেন গেলে? খুব তাড়া ছিল?ওড়ে খই ওড়ে খই উড়ে চলে দিনরাতগুলিহাত থেকে ছিঁড়ে যায়হতবাক ঘুড়িদের সুতো
[অলংকরণ : স্বর্ণাক্ষী ধর ]
#বাংলা #কবিতা #বিবস্বান দত্ত #স্বর্ণাক্ষী ধর #Silly পয়েন্ট