নেশা
অর্ণব সাহা
Nov 7, 2020 at 3:36 am
কবিতা
সে খুব আলতো করে গলায় ক্ষুর বসিয়েছিল...রাত নেমে এসেছিল, মদের গেলাসেচুর, নেশায়, বিয়ার পাবে, কুকুরের জিভের লালায়কয়েক ফোঁটা জ্যোৎস্নার ভাঙা কারুকার্য মিশে আছে!শহর দাবানলে পুড়ে গেছে...আগুন, তোমায় আমি কতোবার কামনা করেছিতুমি যূথচারী, তুমি ন্যাশনাল লাইব্রেরির মাঠে বসে চরস ধরাও...নেশা দাও, ইচ্ছেপাখি, তুমি স্বপ্নে তুমুল, জোয়ারেআলগা নুনের ঢিবি খুব সহজেই ভেঙে যায়:আমি তাকে পাঁচ আঙুলে জড়াতে পারি না!আমি তাকে ছাড়া এক মুহূর্তও শ্বাসরুদ্ধ হই... [অলংকরণ: স্বর্ণাক্ষী ধর]
#বাংলা কবিতা #শনিবারের কবিতা #Poem #অর্ণব সাহা #সিলি পয়েন্ট