পৃথিবীর প্রাচীনতম পিরামিড মিশরে নয় : বলছে গবেষণা
পিরামিডের সঙ্গে মিশর কার্যত সমার্থক। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা বলছে, পৃথিবীর প্রাচীনতম পিরামিড মিশরে অবস্থিত নয়। ইন্দোনেশিয়ায়। Archaeological Prospection নামে পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে একদল প্রত্নতত্ত্ববিদ সম্প্রতি এমন দাবিই করেছেন।
পশ্চিম জাভায় অবস্থিত গুনাং পারাং (Gunung Padang)-কে একটি প্রাকৃতিক ক্ষয়প্রাপ্ত পার্বত্য অঞ্চল বলে মনে করা হয়। এখানে একটি মৃত আগ্নেয়গিরিও রয়েছে। সাড়ে তিনশোর বেশি সিঁড়ি ভেঙে পাহাড়চূড়ায় উঠতে হয়। স্থানীয় মানুষজন একে পবিত্র স্থান বলে বিশ্বাস করেন। এতদিন ইতিহাসবিদরা বলতেন, মেগালিথিক পাথরের পাহাড়টি প্রাকৃতিক স্থাপত্য। গবেষকেরা বলছেন, পাহাড়টি আসলে কৃত্রিমভাবে তৈরি একটি পিরামিড ছিল। তারা মনে করছেন এর বয়েসকাল পঁচিশ হাজার বছরের কাছাকাছিও হতে পারে। ইন্দোনেশিয়ার প্রাচীন স্থাপত্যের ছড়াছড়ি। অনেক স্থাপত্যেরই যথাযথ বয়েস নির্ধারণের ব্যবস্থা করা হয়নি। এই তালিকায় বরোবুদুরের মতো বিখ্যাত মন্দিরও রয়েছে। ফলে প্রত্নতত্ত্ববিদদের ধারণা এই ভূখণ্ড থেকে অনেক প্রাচীন স্থাপত্যের খোঁজ মিলতেও পারে। গুনাং পারাং-এর পিরামিড বিষয়ে নিশ্চিত হবার জন্য তাঁরা টোমোগ্রাফি পদ্ধতির সাহায্য নিচ্ছেন।
............
ঋণ : Atlas Obscura
#pyramid #Egypt #Indonesia #Gunung Padang #silly পয়েন্ট