কাগজ দিয়েই তৈরি হবে জলনিরোধী ব্যাগ : মুশকিল আসান কর্ণাটকের প্রযুক্তিবিদের
প্লাস্টিক মানবসভ্যতায় এক মোড়-ঘোরানো আবিষ্কার। বহুমুখীর ব্যবহারের কারণে খুব অল্প সময়েই প্লাস্টিক আমাদের কাছে প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষত সুলভ, ভারবহ ও জলনিরোধী হওয়ায় ক্যারিব্যাগের ক্ষেত্রে প্লাস্টিক প্রায় অপ্রতিরোধ্য। কিন্তু প্লাস্টিক পরিবেশবান্ধব না হওয়ায় নানা বিপদ ডেকে আনছে। ফলে আধুনিক সময়ে মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ হল প্লাস্টিকের বিকল্প খুঁজে বের করা। বহু দেশে প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতেও গত বছর থেকে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে সর্বত্রই এখনও প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহৃত হচ্ছে রমরমিয়ে। কারণ একইসঙ্গে সুলভ, জলনিরোধী ও অনেকটা ভারবহনে সক্ষম এমন কোনও উপাদান পাওয়া যাচ্ছে না যা ক্যারিব্যাগের ক্ষেত্রে প্লাস্টিকের বিকল্প হয়ে উঠতে পারবে।
সম্প্রতি এই সমস্যার এক সহজ সমাধান খুঁজে পেয়েছেন কর্ণাটকের প্রযুক্তিবিদ ধনঞ্জয় হেগড়ে (Dhananjaya Hegde)। রেজিনের প্রলেপের সাহায্যে কাগজ দিয়ে তিনি বানিয়ে ফেলেছেন এমন এক ব্যাগ, যা জলনিরোধী। পাশাপাশি বহন করতে পারবে ১০ কিলোগ্রাম পর্যন্ত ভার। কাঠের নৌকাকে জলনিরোধী করতে কাজে লাগে রেজিন। সেই রেজিনকেই ব্যাগের বাইরের পিঠে ব্যবহার করে তিনি সাফল্য পেয়েছেন। খবরের কাগজের ওপর ভুট্টার রেজিনের প্রলেপ একদিকে যেমন এই ব্যাগের জল শোষণের ক্ষমতাকে প্রতিহত করে, তেমনই বাড়ায় পুরুত্ব। একইসঙ্গে খবরের কাগজের কালিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে খাদ্যদ্রব্যের সংস্পর্শে আসা থেকেও প্রতিহত করে রেজিনের এই প্রলেপ। আর এই ব্যাগ যথেষ্ট সস্তাও হচ্ছে। এই ব্যাগের উৎপাদনের জন্য ধনঞ্জয় বানিয়ে ফেলেছেন যন্ত্রও। কর্ণাটকের বেশ কয়েক জায়গায় বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে এই ব্যাগ। তিনি ব্যাগ-উৎপাদনকারী যন্ত্রেরও বিপণনের ব্যবস্থা করেছেন, যাতে আরও বেশি মানুষের হাতে হাতে এই ব্যাগ পৌঁছে দেওয়া যায়। ধনঞ্জয় আশা করছেন, এ-ব্যাপারে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সরকারি আনুকুল্য পেলে অতি দ্রুত রাজ্য ও দেশের সব প্রান্তে এই বিকল্প ব্যাগ ছড়িয়ে দেওয়া যাবে। এই অভিনব পন্থা প্লাস্টিকের অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে পারে কিনা সেটা সময়ই বলবে। তবে উদ্যোগটি যে অত্যন্ত প্রশংসনীয়, তা নিয়ে সন্দেহ নেই।